Advertisement
Advertisement
Actress Mimi Dutta and Om Sahani

মহিলা পুরোহিতের উপস্থিতিতে কন্যাদান ছাড়াই সাতপাকে বাঁধা পড়লেন মিমি-ওম, দেখুন ছবি

দীপিকা পাড়ুকোনের মতোই ওমের কপালে সিঁদুর পরালেন মিমি।

১১

আইনি বিয়ে হয়ে গিয়েছিল বছরের শুরুতেই। বাকি ছিল সামাজিক বিয়ে। বুধবার শুভক্ষণে তাও সেরে ফেললেন টেলিভিশনের চেনা মুখ মিমি দত্ত এবং ওম সাহানি।

১১

কন্যাদান ছাড়াই মহিলা পুরোহিতের তত্ত্বাবধানে সাতপাকে বাঁধা পড়লেন দু'জনে।

১১

লাল বেনারসি এবং সোনার গয়নায় বাঙালি বধূবেশে দেখা গেল মিমিকে। টোপর পরে দেখা গেল ওমকে।

১১

দীপিকার মতো ওমের মাথায় সিঁদুর পরালেন মিমিও।

১১

আশীর্বাদের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মিমি।

১১

একের পর এক আইবুড়ো ভাতেও শাড়ি এবং সোনার গয়না পরেই দেখা গিয়েছে অভিনেত্রীকে।

১১

এর আগে আইনি বিয়ের সময়েও সাবেকি শাড়ি এবং সোনার গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। ওম পরেছিলেন নীল পাঞ্জাবি।

১১

দু’জনের সম্পর্ক বহু বছরের। সম্পর্ক নিয়ে সেভাবে রাখঢাক করতে দেখা যায়নি তাঁদের।

১১

বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে দু'জনকে।

১০ ১১

গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমারের রিসেপশন পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল মিমি এবং ওমকে।

১১ ১১

টলিপাড়ার লাভ বার্ডসই বসল বিয়ের পিঁড়িতে। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দু'জনে।