কাপুরদের বউমা যেন দুরন্ত গতিতে ছুটছেন। এই সিনেমার প্রিমিয়ার তো সেই বলিউডের হাইপ্রোফাইল পার্টি... আলিয়া ভাট সর্বদাই স্বতঃস্ফূর্ত।
সম্প্রতি GQ Men of the year অ্যাওয়ার্ডসে যে পোশাক পরে এসেছিলেন, তাতে রেড কার্পেটে মাথা ঘুরে যাওয়ার জোগাড় হয়েছিল সকলের।
চেরি রেড মিনি ড্রেসে আলিয়া যেন ষোড়শী। প্রানবন্ত আর উচ্ছ্বল। ডিপ কাট ভি নেক-এর ফাঁক থেকে উঁকি মারছে স্তন বিভাজিকা।
আর সেই লাল পোশাকে বোল্ড ফটোশুটও করিয়েছেন আলিয়া ভাট। যা দেখে নেটপাড়ায় প্রায় লাল সতর্কতা জারি!
গুচ্চির এই পোশাকে কাপুরবধূকে সাজিয়েছেন ফ্যাশন স্টাইলিস্ট প্রিয়াঙ্কা কাপাডিয়া।
দিন দিন আলিয়া যেন আরও হট হয়ে উঠছেন, দাবি ভক্তদের। আর এই সাম্প্রতিক ফটোসিরিজ দেখেও তাঁদের রাতের ঘুম উড়ে যাওয়ার অবস্থা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.