Advertisement
Advertisement

Breaking News

Durga Puja 2022

শ্রীভূমির পাশাপাশি বিধাননগর এলাকার এই পুজোগুলোও বেশ নজরকাড়া, দেখে নিন ছবি

উল্টোডাঙা বিধান সংঘের পুজোর থিম এবার 'মোক্ষ'। 'অন্তর্লীন' থিমের সেজেছে দমদম পার্ক ভারতচক্র।

বুর্জ খালিফার পর ভ্যাটিকানের গির্জা। আবারও ভিড় টানতে সক্ষম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।

এবার মহালয়া থেকেই লেকটাউনের এই পুজো প্যান্ডেলে ভিড় জমিয়েছেন মানুষজন। একচালায় সাজানো প্রতিমা।

উল্টোডাঙা বিধান সংঘের পুজোর থিম এবার 'মোক্ষ'। শিল্পী প্রশান্ত পাল সাজিয়েছেন গোটা মণ্ডপ।

প্রত্যেক মানুষের 'মোক্ষ' প্রাপ্তির ইচ্ছে থাকে। তবে সে ইচ্ছে খুব কম মানুষেরই পূরণ হয়। সেই ভাবনা থেকেই এই মণ্ডপ ও প্রতিমার সজ্জা।

মা প্রকৃতির স্বরূপ। তিনিই সৃষ্টির মূল। এই ভাবনাতেই সেজে উঠেছে কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজো।

টানা চোখে সাজানো মায়ের এই মূর্তি দেখে মুগ্ধ হয়েছেন দর্শনার্থীরা।

'অন্তর্লীন' থিমের উপর তৈরি হয়েছে দমদম পার্ক ভারতচক্রের পুজো। মণ্ডপ সাজিয়েছেন শিল্পী অনির্বাণ দাস।

সাধারণ হওয়াটাই অসাধারণ। এমনটাই মনে করেন শিল্পী। তাই এই পুজোর মণ্ডপ ও প্রতিমায় রয়েছে সারল্যের ছোঁয়া।