ছাত্রদের অসহযোগ আন্দোলন ঘিরে ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। রবিবার কোটা আন্দোলন কার্যত হাসিনা হঠাও অভিযানে পরিণত হয়।
রাজধানী ঢাকা-সহ বিভিন্ন জেলায় আন্দোলনকারী, বিএনপি, জামাত, পুলিশ এবং আওয়ামি লিগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে মৃতের সংখ্যা শতাধিক। পদত্যাগ করেছেন হাসিনা।
প্রধানমন্ত্রীর বাসভবনে উন্মত্ত জনতার তাণ্ডব। হাসিনার ঘরের অন্দরে ঢুকে তছনছ জনতার।
অগ্নিগর্ভ বাংলাদেশে সেনা সদর দপ্তরে চলছে উচ্চ পর্যায়ের বৈঠক। সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে রয়েছেন জাতীয় পার্টির দুই প্রবীণ নেতা আনিসুল ইসলাম ও মুজিবুল হক চুন্নু।
জাতীয় পার্টির সিনিয়র চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু সেনাপ্রধানের বৈঠকে ডাক পেয়েছেন। শুরু হয়েছে বৈঠক। এই বৈঠকের পরেই জনতার উদ্দেশে বার্তা দেবেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
বাংলাদেশে জারি কারফিউ। সোমবার থেকে বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তার ফলে সোমবার সকাল থেকে ফাঁকা রাস্তাঘাট। জায়গায় জায়গায় চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল।
গণভবনে চলছে লুঠতরাজ। অন্দর থেকে চুরি হচ্ছে বহু জিনিসপত্র।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.