Advertisement
Advertisement
Ganesh Chaturthi 2024

কাঞ্চন-অপরাজিতা থেকে কার্তিক-সারা, গণেশ বন্দনায় টলিউড-বলিউডের তারকারা

শিল্পা শেট্টি, অনন্যা পাণ্ডেরাও শেয়ার করেছেন ছবি।

১০

সরকারি কর্মচারীদের 'বেতন বোনাস' নিয়ে মন্তব্য করে প্রবাল সমালোচিত কাঞ্চন মল্লিক। ক্ষমা চেয়েও মেলেনি নিস্তার। তবে গণেশ চতুর্থীতে এসব ভুলে গণপতির আরাধনায় তারকা বিধায়ক।

১০

'গণপতি, শুধু ব্যবসায়িক প্রতীক নয়, তুমি ন্যায়রূপ সিদ্ধি দান কর। এই সম্পদ আজ সবচেয়ে বেশি প্রয়োজনীয়', ছবি শেয়ার করে লিখেছেন অপরাজিতা আঢ্য।

১০

লালপেড়ে শাড়ি পরেই বিঘ্নহর্তার বন্দনায় মধুমিতা সরকার। ফল, মিষ্টি, মোদক সাজিয়ে গণপতির আরাধনা করেন অভিনেত্রী। যজ্ঞও হয়েছে।

১০

'চন্দু চ্যাম্পিয়ন' সমালোচকদের প্রশংসা পেয়েছে। এবার 'ভুল ভুলাইয়া ৩'র পালা। গণপতির কাছে সাফল্যের প্রার্থনাই করলেন কার্তিক আরিয়ান।

১০

মন্দিরে যাওয়ার জন্য একাধিকবার সমালোচিত হয়েছেন। তবে সারা আলি খানের ভক্তিতে এর কোনও প্রভাব পড়েনি। গজাননের সামনে হাসিমুখেই পোজ দিয়েছেন নবাবকন্যা।

১০

আদিত্য রায়কাপুরকে ভুলে নাকি ওয়ালকার ব্লানকোর প্রেমে পড়েছেন অনন্যা পাণ্ডে। তবে গণেশ পুজোর দিন পরিবারের সঙ্গেই কাটিয়েছেন চাঙ্কিকন্যা।

১০

প্রতিবার ধুমধাম করে গণেশ পুজো করেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। এবারে অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে তাঁর ছোট্ট মেয়েকেও দেখা গিয়েছে।

১০

ভারতে আসার পর থেকে সমস্ত অনষ্ঠান সুন্দরভাবে উদযাপন করেন সানি লিওনি। গণেশ পুজোর দিন শ্বেতশুভ্র সাজে পারিবারিক এই ছবিটি শেয়ার করেছেন অভিনেত্রী।

১০

বছরটা শর্বরী ওয়াঘের বেশ ভালোই গিয়েছে। 'মুঞ্জ্যা' সিনেমা বক্স অফিসের ভালো ফল করেছে। অন্যদিকে 'বেদা' সিনেমায় জন আব্রাহামের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী। এখন মন দিয়েছেন গণেশ বন্দনায়।

১০ ১০

চলতি বছরেই প্রযোজক-অভিনেতা জ্যাকি বাগনানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন রকুলপ্রীত সিং। বিয়ের পরে অভিনেত্রীর এটিই প্রথম গণেশ পুজো।