Advertisement
Advertisement
Janhvi Kapoor

খোলামেলা পোশাকে আদুরে পোজ জাহ্নবীর, ছবি তুললেন বয়ফ্রেন্ড শিখর! প্রেমে হাবুডুবু শ্রীদেবীকন্যা

বিদেশের মাটিতে বয়ফ্রেন্ডের সঙ্গে ছুটি কাটাচ্ছেন জাহ্নবী।

নাহ, আর লুকোছাপা নয়। শিখর পাহাড়িয়াকেই যে তিনি ভালোবাসেন, তা কিন্তু ঢাকঢোল পিটিয়েই বলে বেড়াচ্ছেন জাহ্নবী। আর তাই তো বয়ফ্রেন্ডের তোলা ছবি দিয়েই ইনস্টাগ্রাম ভরিয়ে তুললেন জাহ্নবী।

এই মুহূর্তে বয়ফ্রেন্ডের সঙ্গে বিলেতে পাড়ি দিয়েছেন শ্রীদেবীকন্যা। সেখানেই খোলামেলা পোশাকে বয়ফ্রেন্ডের ক্যামেরার সামনে আদুরে পোজ দিলেন তিনি।

ছবি শেয়ার করে জাহ্নবী লিখলেন, ''এটাই আমার সেরা উইকএন্ড। এই মধুর স্মৃতিটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয়।'' শিখরের উদ্দেশেই যে জাহ্নবী এমনটি লিখেছেন তা কিন্তু স্পষ্ট।

সম্প্রতি শিখরের সঙ্গে সম্পর্ক নিয়ে জাহ্নবী বলেন, ‘‘আমি আমার প্রেমিকের ফোনে নিয়মিত নজর রাখি। কার সঙ্গে কথা বলছে, কী করছে, সব। জানি এগুলি করা ঠিক নয়, তবু আমি করি।’’ তবে শিখর যদি তাঁর ফোন দেখতে চায়, তাহলে ঘোর আপত্তি শ্রীদেবীকন্যার।

‘কফি উইথ করণ’-এ জাহ্নবী জানান, তাঁর ফোনের স্পিড ডায়ালে বাবা বনি কাপুর, বোন খুশির পাশাপাশি ‘শিখু’র নম্বর রয়েছে। বিপদে-আপদে, যে কোনও সময়ে শিখর পাহাড়িয়াকে পাশে পান তিনি।

ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডের নাতি শিখর পাহাড়িয়া। নিজে পোলো খেলোয়াড় এবং উদ্যোগপতিও বটে। তাঁর সঙ্গেই সম্পর্কে রয়েছেন জাহ্নবী কাপুর। এমনকী, বাবা বনি কাপুরই সেই জল্পনায় সিলমোহরও দিয়েছেন।