Advertisement
Advertisement
Diwali Fashion

দিওয়ালি ফ্যাশনের রং হোক লাল, বলিউড স্টাইলে সাজবেন? রইল টিপস

আলিয়া, ক্যাটরিনা-করিনাদের মতো 'অনন্যা' হয়ে উঠতে হলে ঝটপট চোখ বুলিয়ে নিন।

দিওয়ালিতে লাল পোশাকে সাজবেন? ফ্যাশন টিপস নিন বলিউড নায়িকাদের কাছ থেকে। করিনা কাপুরের মতো লাল আনারকলি সালোয়ারের সঙ্গে রাজস্থানী প্রিন্টের ওড়না পরতে পারেন।

যে কোনও ভারতীয় উৎসব-অনুষ্ঠান হোক, শাড়ির কোনও বিকল্প নেই। দীপাবলির উৎসবে ক্যাটরিনা কাইফের মতো লাল সিল্কের উপর সিক্যুইনসের কাজ করা শাড়ি পরতে পারেন। ফুলস্লিভ ব্লাউজ কিন্তু বরাবর ইন। গলায় থাকুক স্টোনের কুন্দন সেট

দিওয়ালির পার্টির জন্য বেছে নিতে পারেন আলিয়া ভাটের মতো লাল রঙের লেহেঙ্গা। ডিপকাট নেকের ব্লাউজে হোক সাহসী সাজ। গোটা ওড়নাটা যেন সিক্যুইনের কাজ করা থাকে।

দীপিকা পাড়ুকোন যে শাড়িটি পরেছেন, সেরকম জমকালো শাড়ি বেছে নিতে পারেন। বর্ডারে ভারি কাজ করা। কিংবা আপনার সাড়ি যদি ছিমছাম হয়, তাহলে ডিজাইনার ব্লাউজ পরতে পারেন। খোপায় থাকুক ফুলের গজরা। দিব্যি জমে যাবে দীপাবলির সাজ।

আপনার বাড়িতেই যদি দিওয়ালি পার্টির আয়োজন করেন, তাহলে নবপরিণীতা সোনাক্ষী সিনহার মতো আনারকলি সালোয়ার বেছে নিন। বেনুনিতে জড়ানো থাক সোনালি জরির ফিতে। কানে থাক বড় ঝুমকা। আর কপালে ছোট্ট লাল টিপ। দারুণ মানাবে।

অনন্যার মতো 'পটাকা' হয়ে উঠতে হলে এই ধরণের লাল শাড়ি বেছে নিন। শাড়িজুড়ে মিরর ওয়ার্ক করা। গলায় স্টেটমেন্ট কোনও জুয়েলারি পরুন বা কুন্দনের চোকার।

'স্ত্রী ২' রিলিজের পর থেকেই শ্রদ্ধা কাপুরের লাল রঙের শাড়ি বেশ ফ্যাশন ট্রেন্ডে রয়েছে। সিল্কের উপর সোনালি জরির কাজ করা এরকম শাড়ি কিন্তু দিব্যি মানিয়ে যাবে।

এবার আসা যাক একটু কনট্রাস্ট কালারের দিকে। লাল রঙের শাড়ির সঙ্গে নেটের উপর সোনালি জরির কাজ করা ফুলস্লিভ ব্লাউজ পরুন। সঙ্গে জমকালো গয়না পরে নিন।

আপনি যদি জমকালো সাজ পছন্দ না করেন, তাহলে সোনম কাপুরের মতো একরঙের আনারকলি সালোয়ার পরতে পারেন। এক্ষেত্রে মেকআর গাঢ় হবে এবং জাঙ্ক জুয়েলারি পরুন। (ছবি- ফেসবুক)