ভারত পাকিস্তানের সংঘর্ষবিরতি থাকলেও সীমান্ত এলাকায় পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। সচেতন রয়েছে ভারতীয় সেনা। স্থল, জল ও বায়ু তিন সেনাকে হাই অ্যালার্টে রাখা হয়েছে।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা স্পর্শকাতর। পাকিস্তানের সঙ্গে সরাসরি সীমান্ত না থাকলেও, পাশেই বাংলাদেশ। সেই দিক থেকে সর্বদা সচেতন থাকতে হয় বিএসএফকে।
উত্তপ্ত পরিস্থিতিতে রাজ্য পুলিশ, বিএসএফ, সিআইএসএফ, স্বাস্থ্যদপ্তর সকলকে নিয়ে আপাৎকালীন পরিস্থিতিতে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে ফরাক্কায় মহড়া সেরে রাখা হল।
ফরাক্কা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ রক্ষা করে এই জায়গা। এই অঞ্চলে সমস্যা সৃষ্টি হলে বাকি বাংলাতেও প্রভাব পড়বে। তাই সুরক্ষার দিক ঝালিয়ে নিল সেনা ও প্রশাসন।
ফরাক্কা ব্যারেজ প্রজেক্টের সিনিয়র কমান্ডার মুকেশ কুমার বলেন, "বর্তমান পরিস্থিতিতে সরকার আমাদের যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী, ফোর্সকে যে-কোনও পরিস্থিতি মোকাবিলায় তৈরি রাখা হচ্ছে। শুধুমাত্র সীমান্তে বিপদ তেমনটা নয়, দেশের ভিতরেও বিপদ রয়েছে। ফরাক্কা ব্যারাজের গুরুত্ব কতটা আমার তা জানি। সেটাকেই মাথায় রেখে একাধিক বাহিনীর সঙ্গে যৌথভাবে অনুশীলন করা হল।
আর ডি দেশপান্ডে, ফরাক্কা ব্যারেজ প্রজেক্টের জিএম জানান, "এটা খুবই স্পর্শকাতর জায়গা। এখানে হামলা হলে কী করে সেই পরিস্থিতি সামাল দেওয়া হবে। তার একটা প্রস্তুতি সেরে রাখা হল। এই মকডিলে বিএসএফ, সিআইএসএফ, স্বাস্থ্যদপ্তর, জেলা প্রশাসনও উপস্থিত ছিল।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.