Advertisement
Advertisement

Breaking News

Solanki Roy

মিষ্টি চোখে দুষ্টু ইশারা! বোতাম খোলা শার্টে বোল্ড শোলাঙ্কি, এই ছবিগুলি দেখেছেন?

বোতাম খোলা শার্টের ফাঁক থেকে উঁকি দিচ্ছে ভরা যৌবন!

ছোটপর্দা, বড়পর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্ম চুটিয়ে কাজ করছেন শোলাঙ্কি রায়। তবে বিষয় নির্বাচনের ক্ষেত্রে সচেতন তিনি। সোশাল মিডিয়াতেও দারুণ সক্রিয়। এবার শার্ট, শর্টসে বোল্ড অবতারে ধরা দিলেন শোলাঙ্কি।

পরনে সাদা শার্ট। মিষ্টি চোখে তাঁর দুষ্টু ইশারা! কোনও ফ্রেমে আবার বোতাম খোলা শার্টের ফাঁক থেকে উঁকি দিচ্ছে ভরা যৌবন। দেখে অনুরাগীরাও ঘায়েল! ক্যাপশনে লেখা- 'উফ! আমি কি আবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম?'

স্টার জলসার 'গাঁটছড়া' ধারাবাহিকের মাধ্যমে বহুদিন পর ছোট পর্দায় ফিরেছিলেন শোলাঙ্কি রায়। তবে এই ধারাবাহিকের মাঝপথেই বেরিয়ে আসেন তিনি। পরে মুম্বইতে গিয়ে নিজের যাত্রা শুরু করার চেষ্টা করেন শোলাঙ্কি। এপ্রসঙ্গে তিনি জানান, ওখানে গিয়ে নিজেকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছিলাম।

মাঝে কলকাতা এবং মুম্বই দুই জায়গাতেই থেকেছেন অভিনেত্রী। বড় পর্দায় এবং ওয়েব সিরিজে একাধিক কাজও করেছেন। নিজেকে কখনওই এক জায়গায় সীমাবদ্ধ রাখতে চাননি শোলাঙ্কি। তাই কখনও ছোট পর্দা, কখনও বড় পর্দা এবং ওয়েব সিরিজ, প্রত্যেক মাধ্যমেই নানান চরিত্রে নিজেকে তুলে ধরেছেন।

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে 'বিষহরি'। এই ওয়েব সিরিজে শোলাঙ্কির অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। (ছবি- ইনস্টাগ্রাম)