তিন দিনের গোয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঠাসা কর্মসূচি ছিল তাঁর।
গোয়ায় মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেন তিনি। গোয়ার বিজেপি সরকারকে তোপ দাগেন। মমতা বলেন, "এখানকার মৎস্যজীবীরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।"
মৎস্যজীবীরা তাঁর কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। তৃণমূল নেত্রীর হাতে তুলে দেন উপহারও।
গোয়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। সেখানেই মমতার দলে যোগ দেন বিশিষ্ট অভিনেত্রী নাফিসা আলি, মৃণালিনী দেশপ্রভু।
এদিনই তৃণমূলে যোগ দেন টেনিস তারকা লিয়েন্ডার পেজও। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।
মধ্যাহ্নভোজের পর গোয়ায় মন্দির পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঙ্গুয়েশি, মহালসা নারায়ণী এবং তপোভূমি মন্দিরে যান।
গোয়ায় নাগরিক সমাজের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মতো গোয়াতেও ‘দুয়ারে সরকার’ চালুর আশ্বাস দেন তিনি।
দার্জিলিংয়ের পর গোয়া। ঠাসা কর্মসূচির ফাঁকে হালকা মেজাজে চায়ের কাপে চুমুক দিলেন মমতা।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.