বারাণসীর গঙ্গা আরতি মুগ্ধ করেছিল তাঁকে। কলকাতাতেও সেই আদলে গঙ্গা আরতির সূচনা করার পরিকল্পনা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়য়ের। ২ মার্চ, বৃহস্পতিবার তারই সূচনা হয়ে গেল। ছবি: পিণ্টু প্রধান।
বৃহস্পতিবার হাওড়ার বাজা কদমতলা ঘাটে গঙ্গা আরতির সূচনা করেন মুখ্যমন্ত্রী। দিলেন পুজোও। ছবি: পিণ্টু প্রধান।
শঙ্খ বাজিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। সন্ধে নামার মুখে শঙ্খধ্বনিতে মুখরিত গঙ্গার ঘাট। ছবি: পিণ্টু প্রধান।
মুখ্যমন্ত্রীর সূচনার পর বৃহস্পতিবার গঙ্গার ঘাটে আরতি করেন একদল যুবক। জ্বলল প্রদীপ। ছবি: পিণ্টু প্রধান।
সন্ধে নামার মুখে গঙ্গা আরতির আবহে তিলোত্তমায় যেন অন্য ছবি। আগুনের রঙে মিশেছে সূর্যাস্তের ফিকে রং। সকলে মুগ্ধ হয়ে দেখলেন সেই দৃশ্য।ছবি: পিণ্টু প্রধান।
এদিন মুখ্যমন্ত্রীর গঙ্গা আরতির সূচনায় সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.