Advertisement
Advertisement
CM Mamata Banerjee

বারাণসীর সন্ধের ছবি এবার কলকাতাতেও, নদীতীরে মুখ্যমন্ত্রীর হাত ধরে গঙ্গা আরতির সূচনা

বাজা কদমতলা ঘাটে মা গঙ্গার মূর্তি উদ্বোধন করেন তিনি।

বারাণসীর গঙ্গা আরতি মুগ্ধ করেছিল তাঁকে। কলকাতাতেও সেই আদলে গঙ্গা আরতির সূচনা করার পরিকল্পনা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়য়ের। ২ মার্চ, বৃহস্পতিবার তারই সূচনা হয়ে গেল। ছবি: পিণ্টু প্রধান।

বৃহস্পতিবার হাওড়ার বাজা কদমতলা ঘাটে গঙ্গা আরতির সূচনা করেন মুখ্যমন্ত্রী। দিলেন পুজোও। ছবি: পিণ্টু প্রধান।

শঙ্খ বাজিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। সন্ধে নামার মুখে শঙ্খধ্বনিতে মুখরিত গঙ্গার ঘাট। ছবি: পিণ্টু প্রধান।

মুখ্যমন্ত্রীর সূচনার পর বৃহস্পতিবার গঙ্গার ঘাটে আরতি করেন একদল যুবক। জ্বলল প্রদীপ। ছবি: পিণ্টু প্রধান।

সন্ধে নামার মুখে গঙ্গা আরতির আবহে তিলোত্তমায় যেন অন্য ছবি। আগুনের রঙে মিশেছে সূর্যাস্তের ফিকে রং। সকলে মুগ্ধ হয়ে দেখলেন সেই দৃশ্য।ছবি: পিণ্টু প্রধান।

এদিন মুখ্যমন্ত্রীর গঙ্গা আরতির সূচনায় সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।