Advertisement
Advertisement
Durga Puja 2024

পুজোর সাজ হোক রুচি-আভিজাত্যের মিশেলে, টিপস নিন পার্ণোর কাছে

স্নিগ্ধ সাজে নজর কাড়ুন এই পুজোয়। রইল স্টাইলিং টিপস।

পুজোর সাজ মানেই সাবেকিয়ানা। তবে আধুকনিতার মিশেল থাকতে আপত্তি কোথায়?

পুজোর ফ্যাশনে রুচি-আভিজাত্যের মিশেলে কীভাবে নজরকাড়া অবতারে ধরা দেবেন, ভাবছেন তো? টিপস নিন পার্ণো মিত্রর কাছ থেকে।

সাদা শাড়ি গোল্ডেন বর্ডার কিংবা সোনালি রঙের প্রিন্টের মধ্যেও সুতি বা হ্যান্ডলুম শাড়ি পাওয়া যায়। তার সঙ্গে যে কোনও একরঙের ব্লাউজ পরুন।

কিংবা দক্ষিণী স্টাইলের শিফন শাড়ির সঙ্গে স্লিভলেস ডিপকাট নেকলাইনের জর্জেট ব্লাউজ বেছে নিতে পারেন।

কানে যদি ভারি দুল পরেন, তাহলে গলায় কিছু পরার দরকার নেই। হাতে থাকুক বড় ডায়ালের ঘড়ি। মুক্তোর গয়নাও বেছে নিতে পারেন।

এমন স্নিগ্ধ সাজ কিন্তু পুজোর সকাল, দুপুর হোক বা সন্ধে, যে কোনও সময়ে দারুণ মানিয়ে যাবে।

এবার আসা যাক মেকআপের কথায়। হালকা মেকআপই শ্রেয়। চোখের মেকআপ আর আইব্রো এই দুটো কিন্তু খুব ইমপরট্যান্ট এক্ষেত্রে। যেহেতু শাড়ি হালকা রঙের। সঙ্গে ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক।

চাইলে খোপা বাঁধতে পারেন। বা চুল খোলাও রাখতে পারেন। এটা পুরো আপনার কমফর্টের উপর নির্ভর করবে। এমন সাজে রুচি-আভিজাত্যের মিশেলে যে আপনিই মোহময়ী হয়ে উঠবেন সকলের চোখে, তা বাজি রেখে বলা যায়। (ছবি- ইনস্টাগ্রাম)