লাগাতার বৃষ্টিতে এখনও শরতের চেনা আকাশ চোখে পড়ছে না ঠিকই। তবে বরুণদেবের ভ্রুকুটি উপেক্ষা করেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বাংলাজুড়ে। খড়ের কাঠামোতে ধীরে ধীরে পড়ছে মাটির প্রলেপ। দুর্গাপুজোর প্রাক্কালের সেই চেনা ছবিই চোখে পড়ল কলকাতার বারোয়ারি পুজো ইস্টার্ন হাই পুজো কমিটিতে।
নিউটাউনের এই বারোয়ারি পুজো এবার ১৩ তম বছরে পা দিচ্ছে। যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। হাতে আর মাত্র মাস খানেক সময়। তারপরই উৎসবে মেতে উঠবে আপামর বাঙালি। সেই পুজোর গন্ধেই এখন ম ম করছে ইস্টার্ন হাই দুর্গাপুজো মণ্ডপে।
এই প্রথমবার কমপ্লেক্সের মণ্ডপেই তৈরি হচ্ছে প্রতিমা। শুধু তাই নয়, মণ্ডপসজ্জাতে অংশ নেন পাড়ার লোকেরাও। গতবারই যেমন এলাকার মহিলা এবং শিশুরা কাঁধে কাঁধ মিলিয়ে প্যান্ডেল রঙিন করে তুলেছিলেন।
এবার এলাকার বাসিন্দারা যাতে প্রতিমা গড়ার সঙ্গে সরাসরি যুক্ত হতে পারে, সেই ব্যবস্থাও করা হয়েছে। এর জন্য একটি ক্লে আর্ট ওয়ার্কশপও তৈরি করা হয়েছে। মৃন্ময়ী মা চিন্ময়ী রূপ পাবেন সকলের হাত ধরে। উমার ঘরে ফেরার এই আনন্দ যাতে প্রত্যেকে সমানভাবে ভাগ করে নিতে পারেন, সেই কারণেই এই উদ্যোগ।
পাড়ার পুজো মানেই প্যান্ডেলে বসে গভীর রাত অবধি আড্ডা, গল্প, খাওয়াদাওয়া, ভোগ বিতরণ। পাশাপাশি পুজোর দিনগুলোয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট হয়ে ওঠে গোটা পাড়া। এই পুজোর পরতে পরতেও সেই আন্তরিকতার ছবি ধরা পড়ে প্রতিবার। এবারও পুরোদমে চলছে তার প্রস্তুতি।
তবে শুধু হইহুল্লোড় নয়, উৎসবে যাতে প্রত্যেকের মুখে হাসি ফোটে, সেই প্রয়াসও করে ইস্টার্ন হাই। সমাজের পিছিয়ে পড়াদের পোশাক-খাবারদাবার বিতরণও এই পুজোর অন্যতম উদ্যোগ। সবমিলিয়ে পুজোর কাউন্টডাউন শুরু করে দিয়েছে ইস্টার্ন হাই।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.