Advertisement
Advertisement

নবজোয়ারে এবার ট্রাক্টরে সওয়ার অভিষেক, জনসংযোগের মাঝেই পুজো দিলেন তারকেশ্বরে

Advertisement

নবজোয়ার কর্মসূচির ৪১ তম দিনে হুগলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

হরিপালে ট্রাক্টরে চেপে ৫ কিলোমিটার পথ পেরলেন অভিষেক। রাস্তার দু'ধারে কার্যত জন সমুদ্র।

এদিন ট্রাক্টর ব়্যালিতে তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে পাশাপাশি শামিল হলেন কৃষকরা।

ব়্যালি শেষে অভিষেক ফেসবুকে লিখলেন, "এই বঙ্গের প্রত্যেক কৃষক আমাদের সম্পদ। তাঁদের স্বার্থরক্ষায় আমরা সদা তৎপর। কথা দিচ্ছি, মানুষের পঞ্চায়েত গঠন করে চাষি ভাই-বোনেদের জীবনেও উন্নয়নের নব জোয়ার আনব।"

এদিন হুগলির তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে যান অভিষেক। পুজো দেন।

মন্দির কর্তৃপক্ষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন অভিষেক। জানেন, মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য সংক্রান্ত নানা তথ্য।