Advertisement
Advertisement

Breaking News

Republic Day

সাধারণতন্ত্র দিবসের আকাশে তেজস-জাগুয়ারের গর্জন, রইল বায়ুসেনার বিক্রমের ঝলক

সাধারণতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডন্ট প্রাবো সুবিয়ান্তো।

৭৬ তম সাধারণতন্ত্র দিবসে কর্তব্যপথের কুচকাওয়াজে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মাথায় ছিল লাল-হলুদ রঙের মিশেলে ‘কেসরিয়া’ পাগড়ি। প্রধানমন্ত্রীর পরনে ছিল সাদা কুরতা-পাজামা। সঙ্গে খয়েরি রঙের বন্ধগলা।

৭৬ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কর্তব্যপথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডন্ট প্রাবো সুবিয়ান্তো।

সাধারণতন্ত্র দিবসে ভারতীয় বায়ুসেনার শক্তি প্রদর্শন। ত্রিশূল ফর্মেশনে বায়ুসেনার তিনটি সু-৩০ বিমান। নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন মণীশ অরোরা।

সাধারণতন্ত্র দিবসে আকাশে উড়ল ভারতীয় বায়ুসেনার অন্যতম শক্তিশালী আপাচে অ্যাটাক হেলিকপ্টার। নেতৃত্বে গ্রুপ ক্যাপ্টেন প্রবীণ সারথী।

প্রচণ্ড ফর্মেশনে আকাশে উড়ল বায়ুসেনার তিনটি আপাচে হেলিকপ্টার। বায়ুসেনার মোট ৪০টি যুদ্ধবিমান অংশ নিয়েছে কুচকাওয়াজে। এর মধ্যে ২২টি ফাইটার জেট।

বজরং ফর্মেশনে আকাশ কাঁপাল অত্যাধুনিক ৬টি রাফালে যুদ্ধবিমান। গত বছরও একইভাবে আকাশে উড়েছিল রাফালে।

সাধারণতন্ত্র দিবসে বায়ুসেনার তরফে 'নেত্রা' ফর্মেশন প্রদর্শন। সেখানে ছিল একটি AEW&C বিমান এবং দুটি সু-৩০ বিমান।

ভারতীয় সেনার বিশাল পরিবহণ বিমান সুপার হারকিউলিস, পরমানু বোমাবাহী ৫টি বোমারু জাগুয়ার বিমান, মেড ইন ইন্ডিয়া’ তেজস যুদ্ধবিমান- সবকটিই প্রদর্শিত হল সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে।