Advertisement
Advertisement
Bangladesh

‘নতুন বাংলাদেশে’ কেমন আছে হিন্দুরা? থানার পাহারায় সেনা, দেখুন ছবি

বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস।

গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে বিশৃঙ্খলা। সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ। তার বিরুদ্ধেই রাস্তায় নেমে এই প্রতিবাদ। ঢাকা, ৯ আগস্ট, ২০২৪।

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা 'সেভ হিন্দু' ব্যানার হাতে নেমে পড়েন রাস্তায়। সেদেশের সংখ্যালঘুদের অধিকারের বাস্তবায়নের দাবিতে দেওয়া হয় স্লোগান। ঢাকা, ৯ আগস্ট, ২০২৪।

বাংলাদেশের একাধিক জায়গায় হিন্দুদের উপর হামলায় অভিযোগ রয়েছে। বাড়িঘরের পাশাপাশি নাকি ধর্মস্থানেও ভাঙচুর করা হয়েছে। এর বিরুদ্ধেই সোচ্চার প্রতিবাদীরা। ঢাকা, ৯ আগস্ট, ২০২৪।

গ্রামগঞ্জে নয়, রাজধানী ঢাকাতেও কয়েকটি এলাকায় ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের খবর পাওয়া গিয়েছে। শুধু বিক্ষোভ নয় শোনা যাচ্ছে, নিজেদের সুরক্ষিত রাখতে সেদেশের সংখ্যালঘুরা লাঠি, বাঁশি ও টর্চলাইট নিয়ে পাহারা দিচ্ছেন। ঢাকা, ৯ আগস্ট, ২০২৪।

বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। এদিকে নিজেদের নিরাপত্তার দাবিতে সেদেশে কর্মবিরতির ডাক দিয়েছে পুলিশকর্মীদের সংগঠন। ফলে ট্রাফিক সামলাচ্ছেন ছাত্ররা। ঢাকা, ৯ আগস্ট, ২০২৪।

সেনার কড়া নিরাপত্তার মোড়কে রয়েছে ঢাকার থানা। সেনাবাহিনীর তত্ত্বাবধানেই নাকি বাংলাদেশের রাজধানীর ২৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার থানা, ৯ আগস্ট, ২০২৪।

বাংলাদেশের দেওয়াল লিখনেও সর্বধর্ম সমন্বয়ের বার্তা। যাতে মওলানা ভাসানির কথায় লেখা, "শুনো, ধর্ম আর দেশ মিলাইতে যায়ো না, পরে ফুলের নাম কি দিবা ফাতেমা চূড়া?" ঢাকা, ৯ আগস্ট, ২০২৪।

ছাত্র আন্দোলনের স্ফুলিঙ্গেই বাংলাদেশের পট পরিবর্তন। তাঁর রেশও দেখা গিয়েছে দেওয়াল লিখনে। ঢাকা, ৯ আগস্ট, ২০২৪। ছবি: এএফপি।