গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে বিশৃঙ্খলা। সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ। তার বিরুদ্ধেই রাস্তায় নেমে এই প্রতিবাদ। ঢাকা, ৯ আগস্ট, ২০২৪।
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা 'সেভ হিন্দু' ব্যানার হাতে নেমে পড়েন রাস্তায়। সেদেশের সংখ্যালঘুদের অধিকারের বাস্তবায়নের দাবিতে দেওয়া হয় স্লোগান। ঢাকা, ৯ আগস্ট, ২০২৪।
বাংলাদেশের একাধিক জায়গায় হিন্দুদের উপর হামলায় অভিযোগ রয়েছে। বাড়িঘরের পাশাপাশি নাকি ধর্মস্থানেও ভাঙচুর করা হয়েছে। এর বিরুদ্ধেই সোচ্চার প্রতিবাদীরা। ঢাকা, ৯ আগস্ট, ২০২৪।
গ্রামগঞ্জে নয়, রাজধানী ঢাকাতেও কয়েকটি এলাকায় ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের খবর পাওয়া গিয়েছে। শুধু বিক্ষোভ নয় শোনা যাচ্ছে, নিজেদের সুরক্ষিত রাখতে সেদেশের সংখ্যালঘুরা লাঠি, বাঁশি ও টর্চলাইট নিয়ে পাহারা দিচ্ছেন। ঢাকা, ৯ আগস্ট, ২০২৪।
বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। এদিকে নিজেদের নিরাপত্তার দাবিতে সেদেশে কর্মবিরতির ডাক দিয়েছে পুলিশকর্মীদের সংগঠন। ফলে ট্রাফিক সামলাচ্ছেন ছাত্ররা। ঢাকা, ৯ আগস্ট, ২০২৪।
সেনার কড়া নিরাপত্তার মোড়কে রয়েছে ঢাকার থানা। সেনাবাহিনীর তত্ত্বাবধানেই নাকি বাংলাদেশের রাজধানীর ২৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার থানা, ৯ আগস্ট, ২০২৪।
বাংলাদেশের দেওয়াল লিখনেও সর্বধর্ম সমন্বয়ের বার্তা। যাতে মওলানা ভাসানির কথায় লেখা, "শুনো, ধর্ম আর দেশ মিলাইতে যায়ো না, পরে ফুলের নাম কি দিবা ফাতেমা চূড়া?" ঢাকা, ৯ আগস্ট, ২০২৪।
ছাত্র আন্দোলনের স্ফুলিঙ্গেই বাংলাদেশের পট পরিবর্তন। তাঁর রেশও দেখা গিয়েছে দেওয়াল লিখনে। ঢাকা, ৯ আগস্ট, ২০২৪। ছবি: এএফপি।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.