Advertisement
Advertisement

Breaking News

Mouni Roy

বাংলার মেয়ে বলিউডের বম্বশেল! আগুন শরীরে ঝড়ের আভাস, চিনতে পারছেন?

ছোটপর্দা থেকে বড়পর্দা, সবেতেই নায়িকার অবাধ বিচরণ।

কথায় বলে, বাঙালির মেয়ের সৌন্দর্যই আলাদা। শরীরে এমন লালিত্য আর কোথায়! বলিউডেও বাঙালি সুন্দরীর কমতি নেই। সেই তালিকায় উপরের সারিতেই থাকেন ইনি।

হ্যাঁ, মৌনী রায়। কোচবিহারের মেয়ে হিন্দি টেলিভিশনে যেমন চুটিয়ে অভিনয় করেছেন, তেমনই বলিউড সিনেমায় নজর কেড়েছেন। আবার ওয়েব সিরিজেও তিনি ট্রেন্ডিং।

২০০৬ সালে একতা কাপুরের ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’ ধারাবাহিকের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন মৌনী। হিন্দি টেলিভিশনে তাঁর তুমুল জনপ্রিয়তা।

বলিউডের নায়িকা হিসেবে মৌনী যাত্রা শুরু করেন অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমায়। মনোবীণা দাসের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী।

এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মৌনীকে। আলিয়া-রণবীরের 'ব্রহ্মাস্ত্র' সিনেমায় জুনুনের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা পান অভিনেত্রী।

জুন মাস থেকে জিও সিনেমায় দেখা যাবে মৌনীর নতুন ছবি 'ব্ল্যাকআউট'। ছবিতে বিক্রান্ত মাসে ও সুনীল গ্রোভারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নায়িকা।

কাজ যতই থাক, বাঙালির তো পায়ের তলায় সর্ষে থাকেই। তাই সুযোগ পেলেই বেড়াতে বেরিয়ে পড়েন মৌনী। আর সেখানে এভাবেই লাস্যময়ী মেজাজে ধরা দেন ক্যামেরার সামনে। ছবি: ইনস্টাগ্রাম।