Advertisement
Advertisement

Breaking News

Alia Bhatt

পিঠখোলা পোশাকে আলিয়ার মাখন শরীর, খুল্লামখুল্লা ছবি না দেখলেই মিস!

নেটপাড়া কাত আলিয়ার লুকে! ছবিগুলো দেখেছেন?

আলিয়া ভাট এখন বলিউডের পাশাপাশি হলিউডেও পরিচিত। পশ্চিমী বিনোদুনিয়ায় পায়ের তলার মাটি শক্ত করতে কোনওরকম কসরত বাকি রাখছেন না ‘কাপুর বাড়ির বউমা’।

গ্লোবাল আইকন হিসেবে আন্তর্জাতিক আঙিনার বিভিন্ন অনুষ্ঠানে যেভাবে নিজেকে তুলে ধরছেন, তা বহুল প্রশংসিত হচ্ছে সর্বত্র।

শাড়ি হোক পশ্চিমী পোশাক, যে কোনও লুকে ছক্কা হাঁকান আলিয়া ভাট। এবার ডেনিম ড্রেসেও নেটপাড়া কাত করলেন। নেটপাড়ার একাংশ তো তাঁকে বলিউডের ‘প্রকৃত রানি’ বলেও সম্বোধন করলেন।

বলিউডের ময়দানে দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার পর নিন্দুকদের তরফে ‘নেপোকিড’ তকমা পাওয়া আলিয়া ভাট কিন্তু সম্প্রতি গোটা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও নাম তুলে ফেলেছেন।

সম্প্রতি মেট গালার লাল গালিচায় আগুন ঝরিয়েছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের কাস্টমমেড শাড়িতে।