Advertisement
Advertisement

Breaking News

East Bengal vs Mohun Bagan

মরশুমের প্রথম ডার্বিতে টিকিটের জন্য হাহাকার, ইস্ট-মোহন তাঁবুতে লম্বা লাইনে সমর্থকরা

১২ আগস্ট মুখোমুখি হবে দুই দল।

চলতি মরশুমের প্রথম ডার্বি। ১২ আগস্ট মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল-মোহনবাগান। ডুরান্ড কাপের এই ম্যাচ নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে।

মেগাম্যাচের আগে হুহু করে বাড়ছে টিকিটের চাহিদা। দুই দলের সমর্থকই একটা টিকিটের আশায় ভিড় জমাচ্ছেন ক্লাবের মাঠে।

ইতিমধ্যেই টিকিট বন্টন নিয়ে নানা সমস্যা দেখা দিয়েছে। ডার্বি ম্যাচের টিকিট বন্টনের বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছিলেন ইস্টবেঙ্গলের কর্তারা।

তবে সমস্যা মিটিয়ে ১০ আগস্ট থেকে শুরু হয় টিকিট বিক্রি। সকাল ১১টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও অনেক সকাল থেকেই ভিড় জমান সমর্থকরা।

তবে ফুটবল কর্তাদের অনেকের মতে, ভক্তদের সকলকে টিকিট দেওয়া সম্ভব নয়। কমপ্লিমেন্টারি টিকিট বাদ দিয়ে সাধারণ ভক্তদের জন্য বরাদ্দ করা হয়েছে ৩০ হাজার টিকিট।

টিকিট মিলবে কিনা, সেই নিশ্চয়তা নেই ভক্তদের মধ্যে। তা সত্ত্বেও ডার্বি ঘিরে উত্তেজনায় ফুটছেন দুই দলের সমর্থকরাই।