Advertisement
Advertisement
India Cricket Team

নেটে মগ্ন গিল, গম্ভীরের কড়া নজরে যশস্বী, প্রথম টেস্টের আগে জোরদার প্রস্তুতি ভারতের

হেডিংলিতে কঠোর অনুশীলনে ডুবে টিম ইন্ডিয়া।

১০

ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন-তিন মহাতারকা অবসর নেওয়ার পর নতুন করে গড়ে উঠছে ভারতের টেস্ট টিম।

১০

তরুণ ভারতীয় ব্রিগেডের কাছে প্রথমেই ইংল্যান্ডের কঠিন সফর। নতুন অধিনায়ক শুভমান গিলের কাছেও বিরাট পরীক্ষা। আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে সিরিজ। নতুন ব্যাটিং অর্ডারে খেলতে নামবেন ক্যাপ্টেন গিলও।

১০

হেডিংলিতে সিরিজের প্রথম টেস্ট। তার আগে জোরকদমে চলছে টিম ইন্ডিয়ার প্র্যাকটিস। পছন্দের জায়গা ওপেনিংয়ে ফিরছেন কে এল রাহুল, রোহিত শর্মার পরিবর্তে।

১০

দ্বিতীয় ওপেনার হিসাবে খেলবেন যশস্বী জয়সওয়াল। তবে জীবনে প্রথমবার ইংল্যান্ড সফরে নামছেন তরুণ তুর্কি। অনুশীলনে বারবার আলাদা করে তাঁকে পরামর্শ দিতে দেখা গিয়েছে হেডকোচ গৌতম গম্ভীরকে।

১০

ম্যাচের দু'দিন আগে হেডিংলিতে পুরোদমে ব্যাট করতে দেখা গেল টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক ঋষভ পন্থকে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আসন্ন সিরিজে পাঁচ নম্বরেই ব্যাট করবেন।

১০

খেলোয়াড় হিসাবে ইংল্যান্ডে গৌতম গম্ভীরের পরিসংখ্যান একেবারেই ভালো নয়। তাই কোচ হিসাবে বিলেতের মাটিতে সাফল্য পেতে তিনি মরিয়া। মায়ের অসুস্থতার কারণে মাঝখানে দেশে ফিরেছিলেন গম্ভীর। তবে মা হাসপাতালে থাকা সত্ত্বেও আবার ইংল্যান্ড পাড়ি দিয়েছেন তিনি।

১০

চোট সারিয়ে জাতীয় দলে কামব্যাক করেছেন জশপ্রীত বুমরাহ। মাপা রান আপে কিছুটা হেঁটে এসে আগুনে গতিতে বল ছুড়ে দেওয়া-এখনও আগের মতোই বিষাক্ত। তবে বুমরাহকে নিয়ে চিন্তাও থেকে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যার জায়গা হল তাঁর চোটআঘাত জনিত সমস্যা।

১০

প্রথমবার ইংল্যান্ডে টেস্ট খেলতে গিয়েছেন অর্শদীপ সিং। এখনও টেস্ট ক্যাপ পাননি। কিন্তু তারকা পেসারকে সুযোগ দেওয়া হতে পারে ইংল্যান্ডের পরিবেশে। বুমরাহ না থাকলে অনেকটা দায়িত্ব নিতে হতে পারে তরুণ তুর্কিকে।

১০

বুমরাহকে দলে বেছে নেওয়ার সময়ই হেড কোচ অজিত আগরকর বলে দিয়েছিলেন, সবকটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। ৩টি ম্যাচে খেলতে পারেন বুমরাহ। তিনি না খেললে ভারতের পেস বিভাগকে নেতৃত্ব দিতে পারেন মহম্মদ সিরাজ।

১০ ১০

বরাবরই গম্ভীরের অত্যন্ত প্রিয়পাত্র হর্ষিত রানা। তিনি ভারতের এ দলের হয়ে খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন। কিন্তু তাঁকে মূল দলের সঙ্গে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার হেডকোচ। দলের পেস বিভাগ নিয়ে কোচ গম্ভীরের মনে নাকি সংশয় রয়েছে।