আর জি কর কাণ্ডে বিশ্বজুড়ে এখনও চলছে প্রতিবাদ। এবার দুর্গাপুজোর সঙ্গেও জুড়ে গেল আর জি কর কাণ্ড। বিদেশের মাটিতে কলকাতার অভয়াকেই মা দুর্গা রূপে পুজো করলেন প্রতিবাদীরা। ছবি মেলবোর্ন থেকে।
নয়া থিমের দুর্গাপুজোর গানে মেতে উঠেছে নিউ ইয়র্ক সিটি। প্রবাসী ভারতীয়দের সেই উৎসবের গানেও অবশ্য ছিল প্রতিবাদের রেশ। উৎসবে ফিরলেও সুবিচারের দাবিতে লড়াই চালিয়ে যেতে হবে, এটাই দুর্গাপুজোর প্রতিজ্ঞা। ছবি নিউ ইয়র্ক সিটি থেকে।
তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদ করতে প্রবাসী ভারতীয়দের দুর্গাপুজোর থিম 'অভয়া অ্যাজ দুর্গা'। তাঁদের স্লোগান, "উৎসব করব মোরা, দুর্গা মোদের তিলোত্তমা।" অর্থাৎ উৎসবে ফিরেই প্রতিবাদ জারি রাখছেন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয়রা। ছবি সান দিয়েগো থেকে।
অভয়াকেই দুর্গারূপে পূজার এই থিম এখনও পর্যন্ত ছড়িয়েছে বিশ্বের ১০টি দেশের ৩১টি শহরে। দেশগুলোর তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড প্রমুখ। ছবি স্টকহোম থেকে।
দুর্গাপুজোর সময়ে নিজেদের মনের মধ্যে থাকা দৈবিক শক্তি অর্থাৎ দেবী দুর্গাকে জাগিয়ে সমস্ত অশুভের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই মন্ত্র নিয়েই উৎসব করছেন প্রবাসী ভারতীয়রা। ছবি ওয়েলিংটন থেকে।
দেবী দুর্গার মতো সাহস আর প্রতিজ্ঞা নিয়ে একজোট হয়ে এগিয়ে যেতে হবে, তবেই সমস্ত অশুভ শক্তিকে পরাভূত হবে। জয় হবে শুভ শক্তির। সেজন্যই অভয়াকে দেবী দুর্গার রূপ হিসাবে ধরে নিয়েছেন প্রবাসী ভারতীয়রা। উৎসব আর প্রতিবাদ মিলেমিশে গিয়েছে তাঁদের এই পদক্ষেপে। ছবি ওয়েলিংটন থেকে।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.