Advertisement
Advertisement
Koushani Mukherjee

শাড়িতে মোহময়ী কৌশানী, নায়িকাকে এ ধরনের সাজে আগে দেখেছেন?

কেমন লাগছে শাড়িতে কৌশানীকে? দেখুন ছবি। ( ছবি: কৌশানীর ইনস্টাগ্রাম )

যে কোনও রূপেই অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় অনন্যা। তাঁর সাজপোশাকে তিনি তা বারবার প্রমাণ করে দেন।

ওয়েস্টার্ন আউটফিট হোক বা শাড়ি সবেতেই নেটিজেনদের মনে ঝড় তোলেন কৌশানী। ভালোবাসেন সাজপোশাকে আলাদা টাচ রাখতে।

পোশাক হোক বা রূপটান বা হেয়ার স্টাইল কৌশানীর বরাবরের পছন্দ বলিউডি ধাঁচের সাজ। নিজের মুখে সেকথা স্বীকারও করেন অভিনেত্রী।

তবে সবরকম সাজই তিনি নিজের মতো করে ক্যারি করতে পারেন। তাই শাড়ি, পারফেকট মেকআপ আর হেয়ারস্টাইলে তিনি পরিপাটি। পরিপাটি তিনি আবার ঝিমলির সাজেও।

ঠিক যেমন এই ছবিগুলিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে ওয়েস্টার্ন আউটফিট ছেড়ে একেবারে শাড়িতে সেজে উঠতে।

জমকালো শাড়ি, ভারি গয়না আর মানানসই মেকআপ, হেয়ারস্টাইলে কৌশানীকে লাগছে বরাবরের মতোই সুন্দরী

সাদা স্নিগ্ধ রূপে এই লুকে কৌশানী আবার মিষ্টি মেয়ে। সদ্য ছুটি কাটিয়ে এসে আবার মন বসিয়েছেন তিনি কাজে। তাঁর নতুন কাজের দিকে মুখিয়ে রয়েছেন দর্শক।