Advertisement
Advertisement
LGBTQ Couples

প্রেম মানে না কোনও বাধা! কলকাতার রাস্তায় ভালবাসা উদযাপন সমকামী যুগলদের

ক্যামেরাবন্দি হল মিছিলেন নানা মুহূর্ত।

১০

কলকাতার রাস্তায় ভালবাসা উদযাপন। সমকামী প্রেমের সমর্থনে মিছিলে পা মেলালেন কয়েক শো তরুণ-তরুণী। ছবি: অরিজিৎ সাহা।

১০

মিছিলের বার্তা, লিঙ্গ বৈষম্যের বেড়াও আটকাতে পারে না মনের মিল। ছবি: অরিজিৎ সাহা।

১০

তিলোত্তমার রাস্তায় সঙ্গীর ঠোঁটে ভালবাসার চিহ্ন এঁকে দিলেন প্রেমী। পরিচয় দিল সাহসী প্রেমের। ছবি: অরিজিৎ সাহা।

১০

মোবাইলবন্দি হল কাছে আসার মুহূর্তরা। বুঝিয়ে দেওয়া গেল, সমাজের কোনও সংস্কার কিংবা আইনি বাধা প্রেমের চেয়ে বড় নয়। ছবি: অরিজিৎ সাহা।

১০

ভালবাসার অধিকার আছে সবার। প্ল্যাকার্ড-ব্যানার-স্লোগানে উঠে এল সেই কথাই। ছবি: অরিজিৎ সাহা।

১০

রামধনু প্ল্যাকার্ডে লেখা হল ভালবাসার গল্প। ছবি: অরিজিৎ সাহা।

১০

শহরের রাস্তাতেও লেখা হল ভালবাসার স্লোগান। ছবি: অরিজিৎ সাহা।

১০

মিছিলের মাঝেই আবেগে ভাসলেন প্রেমী যুগল। ছবি: অরিজিৎ সাহা।

১০

রবিবার সকালে এসপ্ল্যানেড থেকে শুরু হয়েছিল মিছিল। ছবি: অরিজিৎ সাহা।

১০ ১০

মিছিলে অংশ নিয়েছিলেন এলজিবিটি সম্প্রদায়ের তরুণ-তরুণীরা। ছবি: অরিজিৎ সাহা।