Advertisement
Advertisement

Breaking News

Agnipath Protest

অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ গোটা দেশ, জ্বলছে একাধিক রাজ্য, বিক্ষোভে মৃত ১

দেশ জুড়ে বাতিল করা হয়েছে প্রায় ২০০টি ট্রেন।

অগ্নিপথ প্রকল্প ঘোষণা হওয়ার পর থেকেই প্রতিবাদে উত্তাল বিহার। টানা তিনদিন ধরে বিক্ষোভ চলছে রাজ্যে। ট্রেন জ্বালিয়ে দিয়েছে প্রতিবাদীরা।

বিহার বিজেপির প্রধান সঞ্জয় জয়সওয়ালের বাড়িতেও আক্রমণ করেছে প্রতিবাদীরা। ঘটনায় জখম হয়েছেন এক পুলিশকর্মী।

দিল্লি মেট্রো স্টেশনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্ররা। ২৫ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো স্টেশনের গেট।

হরিয়ানার নারনাউল এলাকায় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সেনায় চাকরির আশায় থাকা যুবকেরা। ১৪৪ ধারা জারি করে অশান্তি আটকানোর চেষ্টা করছে পুলিশ।

বারাণসীতে বাসে পাথর ছোঁড়ে প্রতিবাদীরা।

তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ অঞ্চলে একটি ট্রেন জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। হিংসার ফলে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।

সেকেন্দ্রাবাদ রেল স্টেশনেও ভাঙচুর চালিয়েছে প্রতিবাদীরা। দোকান-সহ নানা সম্পত্তি নষ্ট করা হয়েছে।

হামলা চালানো হয় বিহারের উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর বাড়িতেও।