Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

খেজুরিতে অন্য মেজাজে মমতা, শিশুকে কোলে তুলে আদর, উপহার দিলেন টেডিও

মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন এক মহিলা।

পূর্ব মেদিনীপুরের খেজুরির ঠাকুরনগরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান প্রাঙ্গণে আদিবাসী নাচের আয়োজন।

মঞ্চে রাখা কাঠের নৌকো-সহ বিভিন্ন সামগ্রী মুখ্যমন্ত্রীর নজর কাড়ে। সেগুলি খতিয়ে দেখেন তিনি।

মঞ্চে একাধিক বাসিন্দার হাতে সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেন তিনি।

শিশুসাথী প্রকল্পের অংশ হিসেবে খুদের জন্য পুতুল উপহার দেওয়া হয়। শিশুর মায়ের হাতে দেওয়া হয় একটি গাছ।

মুখ্যমন্ত্রী যে বাচ্চা ভালবাসেন, তা কারও অজানা নয়। এদিনও মঞ্চে এক শিশুকে কোলে নেন তিনি।ভরিয়ে দেন আদরে।

মুখ্যমন্ত্রীকে নিজের এত কাছে পেয়ে আবেগে ভেসে গেলেন স্থানীয় এক মহিলা। জড়িয়ে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাত বাড়ালেন সকলের প্রিয় 'দিদি'ও।