দেখতে দেখতে চারদিনের জগদ্ধাত্রী পুজো শেষ। বৃহস্পতিবার হয়ে গেল বিসর্জন। চন্দননগর যথারীতি প্রতিবারের মতো এবারও তাক লাগিয়ে আলোকসজ্জায়।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ও বিসর্জনে আলোকসজ্জার পাশাপাশি দশমীতে কিন্তু মূল আকর্ষণ ভদ্রেশ্বেরের তেঁতুলতলার এই পুজো। এখানে পুরুষরাই নারী সেজে ঠাকুর বরণ করেন।
পরনে শাড়, হাতে চুড়ি, মাথায় ঘোমটা, একঝলক দেখলে বোঝার উপায় নেই যে তিনি মহিলা নন, মহিলার সাজে এক পুরুষ!
এক, দু'জন নন, পরিবারের সব পুরুষই এদিন পুজোয় নারীদের দায়িত্ব পালন করেন। আর পুরোটাই করতে হবে নারীবেশে। এ এক প্রাচীন ঐতিহ্য।
আসলে জগদ্ধাত্রী পুজোর দশমীতে এই রীতির নেপথ্যে রয়েছে এক ইতিহাস। যখন থেকে এই পুজো চালু হয়, তখন ছিল ব্রিটিশ শাসন। সাহেবদের সামনে বাড়ির রমণীরা বেরবেন না, তাই পুরুষরাই রমণীবেশে দেবী বরণ করতেন। আজও চলছে সেই প্রথা।
জগদ্ধাত্রী পুজোর দশমীর দিন কিন্তু ভদ্রেশ্বরের এই পুজো দেবীবরণ দেখার মতো। সেইসঙ্গে দিনভর ভাসানপর্ব। আর রাতের ভাসানে যোগ হয় অপূর্ব আলোকসজ্জা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.