শীত পড়তেই পূর্বস্থলীর ২ নম্বর ব্লকের চুপি-কাষ্ঠশালী পাখিরালয়ে পরিযায়ীর ভিড়।
বড় রাঙামুড়ি, পিনটেল, কটন টিল, কমন কুড, সিঁদুর মাথা উইজিয়ন, ব্রোঞ্জ উইন জাকানা, লার্জ ইগ্রেট, সাদা কাক বা গ্রে হেরনের মতো বিভিন্ন প্রজাতির পাখি ভিড় জমিয়েছে।
ছাড়িগঙ্গার বিশাল জলাশয়, কটেজ-সহ পরিযায়ী আবাস, নৌকাবিহারের ব্যবস্থা সঙ্গে বিদেশি পাখি দেখার সুযোগ সব মিলিয়ে জমজমাট চুপি-কাষ্ঠশালী।
সেই টানে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা।
স্বাভাবিক কারণেই আয় বাড়ছে নৌকার মাঝি-সহ এলাকার ব্যবসায়ীদের।
মাঝি রণজিৎ দাস বলেন, “শতাধিক মাঝি রয়েছেন এখানে। শীতের সময় দেশি-বিদেশি পর্যটকরা আসেন। তারা নৌকাবিহার করে পাখি দেখেন। তাতে যা আয় হয় তা সংসারের কাজে লাগে।”
ফ্রেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ আবার পাখিরা ফিরে যাবে নিজেদের দেশে।
যদিও অন্যান্যবারের তুলনায় এবার অনেক আগেই পরিযায়ী পাখিরা চলে এসেছে বলেই জানান পাখিরালয়ের তত্বাবধায়ক প্রদীপ পারুই।
কোনও দুর্ঘটনা যাতে না ঘটে তাই নৌকায় অতিরিক্ত যাত্রী না ওঠা ও লাইফ জ্যাকেট ব্যবহারের মতো বিভিন্ন সুরক্ষাবিধির উপর জোর দেওয়া হচ্ছে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.