Advertisement
Advertisement
Mimi Chakraborty Skydive

নীল আকাশে স্বপ্নের উড়ান মিমির, কোথায় হল ইচ্ছেপূরণ?

বহুদিন ধরেই এই 'স্কাই ডাইভ' মিমির বাকেট লিস্টে ছিল।

এ যেন 'জিন্দেগি না মিলেগি দোবারা'। নীল আকাশে স্বপ্নের উড়ান মিমি চক্রবর্তীর।

দুবাইয়ের হল অভিনেত্রী-সাংসদের ইচ্ছেপূরণ। মাঝ আকাশ থেকে শূন্যে দিলেন ঝাঁপ।

একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তারকা। আর তা দেখে মুগ্ধ নেটিজেনরা।

বহুদিন ধরেই এই 'স্কাই ডাইভ' মিমির বাকেট লিস্টে ছিল। এতদিনে সাধ পূরণ হল।

নিজের এই অসামান্য অভিজ্ঞতার জন্য ট্রেনার ম্যাক্সকে ধন্যবাদ দিতে ভোলেনি মিমি।