Advertisement
Advertisement
Mimi Chakraborty

ফটোশুটে মিমি যেন পরী, মেরুন ওড়নায় মেললেন পাখনা

একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

পুজোর আগে স্পেশাল ফটোশুট। তাতেই মিমি চক্রবর্তী যেন কোনও রূপকথার পরী হয়ে উঠেছেন। মেরুন ওড়নায় মেলেছেন পাখনা।

সোশাল মিডিয়া মারফত যা জানা যাচ্ছে সেই অনুযায়ী একটি গয়না প্রস্তুতকারী সংস্থার জন্য মিমির এই নয়া ফটোশুট। যা দেখে মুগ্ধ অনুরাগীরা।

জলপাইগুড়ির মেয়ে মিমি। পড়াশোনা করবেন বলেই কলকাতায় এসেছিলেন। কিন্তু চোখে তাঁর ছিল গ্ল্যামার দুনিয়ার স্বপ্ন। পড়ার ফাঁকেই নাকি দিতেন অডিশন।

মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন মিমি চক্রবর্তী। তার পর ছোটপর্দায় শুরু হয় ‘গানের ওপারে’ অধ্যায়। সিরিয়ালে নজর কাড়েন।

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড়পর্দার যাত্রা শুরু মিমির। এর পর 'বোঝেনা সে বোঝেনা', 'প্রলয়' থেকে 'রক্তবীজ', 'আলাপ', 'তুফান'-এর মতো একাধিক সিনেমার মাধ্যমে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী।

তৃণমূলের হয়ে ভোটে জিতে যাদবপুরের সাংসদও হয়েছিলেন মিমি। তবে গত লোকসভা নির্বাচনে আর ভোটে দাঁড়াননি। আপাতত সিনেমাতেই মন দিতে চান নায়িকা। ছবি: ফেসবুক।