Advertisement
Advertisement

Breaking News

Mouni Roy

চাবুক ফিগারে সোনালি ঝলকানি, দুষ্টু ইশারা চোখে-ঠোঁটে! মৌনী-ম্যাজিকে মগ্ন নেটপাড়া

মাখন শরীর থেকে চুঁইয়ে পড়ছে গ্ল্যামার।

বয়স চল্লিশ ছুঁইছুঁই...! তবে শরীরী গড়ন দেখলে বোঝা দায়। এবার বোল্ড ফটোশুটে নেটপাড়া গরম করলেন মৌনী রায়।

কোচবিহার থেকে তাঁর মুম্বই জার্নি অনুরাগীদের সবসময়ে অনুপ্রেরণা জুগিয়েছে।

সিনেমা, সিরিয়াল কিংবা সিরিজ হাতে না থাকলেও মৌনী রায় সবসময়েই 'টক অফ দ্য টাউন'।

এবারও তার অন্যথা হল না। গোল্ডেন শিমার হুডি লং গাউনে মৌনী যেন আরও মোহময়ী...

জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড রকি স্টার-এর জন্যই মৌনীর এই বোল্ড ফটোশুট। সাজিয়েছেন সেলিব্রিটি স্টাইলিস্ট হরিসিংঘানি।

ইনস্টাগ্রামে মৌনীর ছবি দেখে চিরকালই পুরষহৃদয়ে হিল্লোল ওঠে। এবারও তার অন্যথা হল না!