ভারসোভায় ইরফান খানের করবের পাশেই সংগীত পরিচালক ওয়াজিদ খানকে সমাধিস্থ করা হল।
ভোর ৫টায় আজানের সময় ওয়াজিদের শেষকৃত্য সম্পন্ন হয়।
শেষকৃত্যে উপস্থিত ছিলেন দাদা সাজিদ খান ও বলিউডের কয়েকজন। লকডাউনের কারণে পরিবারের সবাই আসতে পারেননি।
তাঁর শেষ কম্পোজিশন ছিল 'ভাই ভাই'। ইদে সলমন খান এর মিউজিক ভিডিও রিলিজ করেন।
দুই যুগ বলিউডকে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন ওয়াজিদ।
তার মধ্যে উল্লেখযোগ্য হল 'মাশাল্লাহ', 'ফেভিকল সে', 'দাবাং দাবাং', 'লাভ মি', 'সোনি দে নখরে' ইত্যাদি।
ওয়াজিদের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন বলিউডের সেলিব্রিটিরা।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.