Advertisement
Advertisement
Oscar 2024

শুধু পুরস্কার জিতে নয়, অস্কারের রেড কার্পেটে ফ্যাশনে নজর কাড়লেন যে তারকারা

৯৬তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে বাজিমাত করল ‘ওপেনহাইমার’।

৯৬তম অ্যাকাডেমি পুরস্কারের (Oscars 2024) মঞ্চে বাজিমাত করল ‘ওপেনহাইমার’ (Oppenheimer)। সেরা অভিনেতা, পরিচালক-সহ মোট সাতটি অস্কার গিয়েছে ক্রিস্টোফার নোলান পরিচালিত তথা কিলিয়ন মারফি অভিনীত ছবির ঝুলিতে।

পাল্লা দিয়ে অস্কার জিতেছে এমা স্টোনের ‘পুওর থিংস’। সাদা অফ শোল্ডার ইভনিং গাউনে নজর কাড়লেন এমা স্টোন।

কালো রঙের বাটারফ্লাই গাউনে অস্কারে অন্যমাত্রা যোগ করলেন স্যান্ড্রা হুলের।

বয়সকে তোয়াক্কা না করে অস্কারের রেড কার্পেট কাঁপালেন অভিনেত্রী রিতা মোরিনো।

ইটালিয়ান পোশাকে নজর কাড়লেন অভিনেত্রী ফ্লোরেন্স পগ

অস্কারের রেড কার্পেটে নিজের রূপের আভা ছড়ালেন চার্লিজ থেরন

নীল মেঘের মতো সেজে অস্কারে নজর কাড়লেন ডাভিন জয় রাডোল্ফ।

অস্কারের রেড কার্পেটে ফ্রক কোটে একেবারে অন্য অবতারে ধরা দিলেন রিজ আহমদ। ছবি- রয়টার্স