দিব্যি ডুবে ডুবে জল খাচ্ছিলেন ইব্রাহিম আলি! কিন্তু বর্ষবরণের রাতেই হাতেনাতে ধরে ফেলল পাপারাজ্জিরা।
বলিপাড়ারই এক তারকাকন্যাকে নিয়ে রাতের ফ্লাইটে উড়ে গিয়েছেন অন্যত্র। গুঞ্জন, এই নায়িকার প্রেমেই নাকি মজেছেন নবাবপুত্তুর। কে ইনি?
এই তারকাকন্যা সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির মাধ্যমেই বলিউডে পা রেখেছেন।
এখন নাকি ইব্রাহিম খানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।
তিনি পলক তিওয়ারি। টেলিপর্দার দর্শকদের প্রিয় প্রেরণা ওরফে শ্বেতা তিওয়ারির মেয়ে। যাকে ঘিরে বিটাউনের নবীন প্রজন্মের মধ্যে চর্চার অন্ত নেই।
পলক তিওয়ারি কিন্তু প্রথমসারির যে কোনও তারকাকন্যাকেই আবেদনের দিক থেকে দশ গোল দেবেন। সাধেই কি আর নবাবপুত্তুরের মন মজেছে?
কখনও শাড়িতে আবার কখনও বা বিকিনি কিংবা শর্ট ড্রেসে ফটোশুট করেন পলক তিওয়ারি।
সেসব বোল্ড ছবিতে এমনিতেই তিনি অনুরাগীদের রাতের ঘুম কেড়েছেন। এবার প্রশ্ন, ইনিই কি হচ্ছেন নবাব বাড়ির 'বউমা'? সময়েই মিলবে তার উত্তর। (ছবি: পলক তিওয়ারি, ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.