নিম্নচাপের জন্য লাগাতার বর্ষণ। জলের তলায় একাধিক জেলা। গোদের উপর বিষফোঁড়ার মতো জল ছেড়েছে ডিভিসি। তার জেরে বর্ধমান, হাওড়া, হুগলি, মেদিনীপুর-সহ একাধিক জেলার বিভিন্ন এলাকায় জলের তলায়। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মাটির বাড়ি। কোথাও ধসে গিয়েছে রাস্তা। ঘর ছাড়া প্রচুর পরিবার।
নদীর জল ঢুকে ভেসে গিয়েছে বীরভূমের একাধিক এলাকা। রাস্তায় নামানো হয়েছে স্পিড বোট। তাতেই টহল দিচ্ছে প্রশাসন। দুর্গতদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়েছে প্রশাসন।
পূর্ব বর্ধমানের গুসকরা শহরে একাধিক এলাকা জলে ভেসে গিয়েছে। গৃহবন্দি বাসিন্দারা। রাস্তায় হাঁটু অবধি জল।
বুধবার রাতে ডিভিসির জল ছাড়ার জেরে দামোদর নদের জলস্ফীতি হয়েছে। বিপদ সীমার উপর দিয়ে বইছে জল। জামালপুরে জোৎশ্রীরাম ও জারগ্রাম অঞ্চলের একাধিক এলাকা নদীর জল ঢুকে জলমগ্ন। রাস্তায় আশ্রয় নিয়েছেন এলাকার বাসিন্দারা।
বুধবার গভীর রাত থেকেই জল ঢুকতে শুরু করেছে হাওড়ার উদয়নারায়ণপুরে। দামোদরের পশ্চিমপাড়ের বিভিন্ন জায়গায় হু হু করে জল ঢুকছে। এগারোটা গ্রাম পঞ্চায়েতের প্রায় পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত।
রাস্তা ধসে গিয়েছে তমলুকে।
বাঁকুড়ার একাধিক জায়গায় ধসে গিয়েছে মাটির বাড়ি।
ঘাটালের একাধিক জায়গা জলের তলায়।
পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির পুরশুড়া থেকে ঘাটাল ঘুরে দেখেছেন তিনি। দুর্গতদের সঙ্গে কথা বলে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.