Advertisement
Advertisement
Swastika Mukherjee

পুজোর আগে ঠাকুরবাড়ির সাজে স্বস্তিকা! পাঁচ লুকে ফেরালেন পুরনো কলকাতার স্মৃতি

এক ম্যাগাজিনের জন্যই স্বস্তিকার এই স্পেশাল ফটোশুট। ছবি না দেখলেই মিস!

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বাঙালির কাছে চিরন্তন, তেমনই ঠাকুরবাড়ির ঐতিহ্য। সেই ঐতিহ্য এবার দেখা গেল স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাজে।

আর মাত্র কয়েকটা দিন বাকি পুজো। তার আগেই এমন ভিন্ন লুকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। স্পেশাল এই ফটোশুট তিনি করেছেন বাজার ইন্ডিয়ার জন্য।

ঐতিহ্যশালী ঠাকুরবাড়ির সাজপোশাকে কবিগুরুর বউদি জ্ঞানদানন্দিনী দেবীর অবদান অনস্বীকার্য। সেই কথা মাথায় রেখেই স্টাইলিং করেছেন ডিজাইনার অভিষেক রায়।

স্বস্তিকার মেকআপ ও হেয়ার স্টাইলের দায়িত্বে ছিলেন প্রসেনজিৎ বিশ্বাস। গয়না 'জলসা ক্যালকাটা'র। পুরনো কলকাতার স্মৃতি ফিরিয়ে অভিনেত্রীকে ক্যামেরাবন্দি করেছেন ফটোগ্রাফার দেবর্ষি সরকার।

স্বস্তিকার এই ফটোশুট ম্যানেজ করেছেন সৃষ্টি জৈন। পোশাক অভিষেক রায়ের 'বহুরূপী শান্তিনিকেতন'-এর। এছাড়াও অভিনেত্রীর সাজসজ্জার দিকটি সামলেছেন সুমনা বিশ্বাস, অঙ্কিতা বিশ্বাস, নীতা মল্লিক। ছবি: ইনস্টাগ্রাম।