Advertisement
Advertisement
Z-Morh tunnel

পর্যটন তো বটেই, লাদাখে সহজ হবে সেনার গতিবিধিও, ঐতিহাসিক জেড-মোড় টানেল উদ্বোধন মোদির

শীতের মরশুমে পর্যটকদের কাছে উন্মুক্ত হবে সোনমার্গের জনপ্রিয় স্কি রিসর্ট।

কাশ্মীর ও লাদাখের পর্যটনে গতি আনতে সোনমার্গে জেড মোড় টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সোমবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতীন গড়কড়ি, উপরাজ্যপাল মনোজ সিনহা-সহ আরও অনেকে।

গান্দেরবল জেলায় নির্মিত এই টানেল কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীনগর থেকে অল্প সময়ে পৌঁছে যাওয়া যাবে কার্গিল হয়ে লেহতে।

শ্রীনগর ও সোনমার্গের মধ্যে নির্মিত এই টানেল কাশ্মীরের পর্যটন ক্ষেত্রে ব্যাপক অগ্রগতির পাশাপাশি লাদাখে সেনাবাহিনীর যাতায়াত আরও সহজ হবে।

অতিরিক্ত তুষারপাতের জেরে শীতের বেশিরভাগ সময়টাই বন্ধ থাকত এই রাস্তা। এই টানেলের জেরে ধসপ্রবণ অঞ্চল এড়িয়ে সারাবছর যোগাযোগ রাখা যাবে শ্রীনগর ও সোনমার্গের মধ্যে।

টানেল উদ্বোধন করে প্রধানমন্ত্রীর বার্তা, এটা জম্মু-কাশ্মীরে এক নতুন যুগের সূচনা হল। পাশাপাশি এটি নির্মাণের সময় যে ৭ শ্রমিক প্রাণ হারান তাঁদের কোথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।

কাশ্মীরের পর্যটন শিল্পে আমূল পরিবর্তন আনতে চলা এই জেড মোড় টানেল নির্মাণে ব্যয় হয়েছে ২,৭০০ কোটি টাকা।

এই প্রকল্পের মোট দৈর্ঘ্য ১২ কিলোমিটার। এর মধ্যে সুড়ঙ্গের দৈর্ঘ্য ৬.৫ কিলোমিটার। এই টানেলের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৬৫০ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত।

অত্যাধুনিক এই টানেল থেকে জরুরি অবস্থায় বেরিয়ে যাওয়ার জন্য রয়েছে ৭.৫ মিটার চওড়া একটি প্যাসেজ।

এই টানেল উদ্বোধনের ফলে শীতের মরশুমে পর্যটকদের কাছে উন্মুক্ত হবে সোনমার্গের জনপ্রিয় স্কি রিসর্ট।