Advertisement
Advertisement
Priyanka Chopra Jonas

দুধ সাদা গাউন থেকে উঁকি দিচ্ছে মাখন উরু! রোমে প্রিয়াঙ্কা যেন ডানাকাটা পরী

স্ত্রীয়ের রূপের ঘায়ে মূর্চ্ছা গেলেন নিক জোনাস! দেখুন ফটো অ্যালবাম।

পরনে ডিপ নেক, হাই থাই স্লিট দুধ সাদা গাউন। বক্ষবিভাজিকার মাঝখান থেকে উঁকি দিচ্ছে পান্নার নেকপিস।

ততোধিক কেতাদুরস্ত হেয়ার স্টাইল। চোখেমুখে গ্ল্যামার যেন ঠিকরে বেরচ্ছে। ঠিক যেন 'রোমানিয়ান ক্যুইন'।

বুলগারি হোটেল উদ্বোধনের জন্য রোম পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখান থেকে ফটোশুটের ছবি শেয়ার করে নেটপাড়ায় আগুন ধরালেন অভিনেত্রী।

স্ত্রীয়ের রূপ দেখে প্রায় মূর্চ্ছা যাওয়ার জোগাড় নিক জোনাসের! কমেন্ট বক্সেই আদুরে বার্তা দিলেন তিনি। উজাড় করে দিলেন ভালবাসা।

অনুরাগীরও প্রিয়াঙ্কার পরীর মতো লুক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তাঁদের মন্তব্য, 'বয়স ৮০, দেখে কে বলবে?'

শেষ, 'সিটাডেল' সিরিজে নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা। হলিউডের কাজের পাশাপাশি আপাতত বলিউডেরও বিগ বাজেট এক সিনেমা প্রিয়াঙ্কা চোপড়ার হাতে। ফারহান আখতারের 'জি লে জরা'য় অভিনয় করবেন তিনি।