Advertisement
Advertisement

প্রিয়াঙ্কা চোপড়ার এই বোনকে চেনেন? দেখলে রাতের ঘুম ছুটবে

প্রিয়াঙ্কা-পরিণীতির পর আরও এক 'চোপড়া সিস্টার' সংবাদের শিরোনামে।

প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন মান্নারা চোপড়া। দিদিদের মতো তিনিও ফিল্মি দুনিয়ায় পা রেখেছেন।

মুক্তি পেতে চলেছে রবি কুমারের নতুন দক্ষিণী ছবি থিরাগাবাদারা সামি। সেই ছবিতেই অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা-পরিণীতির এই তুতো বোনকে।

সম্প্রতি খবরের শিরোনামে এসেছেন চুমু বিতর্কের জেরে। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক এ এস রবি কুমার ছবির প্রচারে এসে হঠাৎই মান্নারার গালে চুমু খেয়ে ফেলেন।

একডজন সাংবাদিকদের সামনে এমন কাণ্ড ঘটায় স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়তে হয়েছিল মান্নারাকে।

আর এই চুমুর ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে হইচই পড়ে যায়। পরিচালক রবি কুমারকে পড়তে হয় তুমুল বিক্ষোভের মুখে।

প্রিয়াঙ্কার লস এঞ্জেলসের বাড়িতে ঘুরেও এসেছেন মান্নারা। দিদির প্রাইভেট পুলে প্রথমবার সুইমিং কস্টিউম পরে ছবি তুলেছেন। যে ছবি কিনা তুলে দিয়েছেন খোদ প্রিয়াঙ্কা।