Advertisement
Advertisement

Breaking News

Yogi Adityanath

রামনবমীতে মাতৃশক্তির আরাধনা, গোরক্ষনাথ মঠে নিজের হাতে কুমারী পুজো যোগী আদিত্যনাথের

নারীদের সুরক্ষা, সম্মানে এগিয়ে উত্তরপ্রদেশ, দাবি যোগী আদিত্যনাথের।

দেবী ভগবতীর আরাধনা, রামনবমীর দিন গোরক্ষনাথ মঠে কুমারীর পা ধুইয়ে দিচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রামনবীর পবিত্র তিথিতে বালককে নতুন পোশাক পরিয়ে দিলেন যোগী।

নবরাত্রির শেষদিনে নবদুর্গার পুজো। দেবীর মতো লাল উত্তরীয় পরিয়ে কুমারী বরণ গোরক্ষনাথ মঠে।

রামনবমী উপলক্ষে মঠে কচিকাঁচাদের খাওয়াদাওয়ার আয়োজন, মূল উদ্যোক্তা যোগী আদিত্যনাথ।

শতাধিক বালক-বালিকাকে মঠে বসিয়ে খাওয়ানো হল। পরিবেশন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজে।

লুচি, সবজি পরিবেশন করে ছোটদের খাওয়ালেন যোগী। মাতৃশক্তির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের বার্তা তাঁর।