পৃথিবীতেই যেন মহাকাশ। শিল্পীর কল্পনায় সবই সম্ভব। আর তার সামনে পোজ দিয়েছেন ঋতাভরী চক্রবর্তী।
ব্যাপার কী? তা ক্যাপশনেই জানিয়েছেন অভিনেত্রী। আসলে আমেরিকার 'বার্নিং ম্যান' উৎসবে যোগ দিয়েছিলেন তিনি।
কী এই উৎসব? যতদূর জানা যাচ্ছে, তাতে নেভাডা মরুভূমিতে প্রতিবার এই উৎসব হয়। যেখানে শিল্পীরা এভাবেই চারদিক সাজিয়ে তোলেন।
আঞ্চলিক বার্নিংম্যান গোষ্ঠীকে সাহায্য করতেই এই উৎসব হয়। তাতে বিন্দাস মেজাজে ছিলেন ঋতাভরী।
অভিনেত্রীকে কখনও মুক্তোর সাজে দেখা যায়, কখনও আবার তাঁর মাথায় ছিল মুকুট।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.