Advertisement
Advertisement
Ritabhari Chakraborty

উন্মুক্ত বক্ষবিভাজিকা, ‘ফ্যাশনিস্তা’ ঋতাভরীর লাস্যময়ী অবতারে সরগরম নেটপাড়া

ঋতাভরীর এই সাহসী ছবিগুলি দেখেছেন?

টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত ঋতাভরী চক্রবর্তী।

এবার অভিনেত্রীর অনেকদিনের স্বপ্নপূরণ। জনপ্রিয় সিনে ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে ধরা দিলেন ঋতাভরী।

সেপ্টেম্বর মাসের 'ফিল্মফেয়ার' এডিশনে টলিউড নায়িকাকে দেখা যাবে কভার গার্ল হিসেবে।

নিজেই সেই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঋতাভরী চক্রবর্তী।

নায়িকার ফ্যাশনিস্তা অবতার দেখে ততোধিক মজেছে নেটপাড়া। কখনও নুডল স্ট্র্যাপের কালো লং গাউনে ধরা দিলেন তো কখনও বা আবার মনোক্রম মুডে দেখা গেল ঋতাভরীর ছবি।

ওভারসাইজড কোট পরনেও দেখা গেল টলিউড অভিনেত্রীকে। সেসব ছবি প্রকাশ্যে আনার পর থেকেই ঋতাভরীকে শুভেচ্ছার জোয়ারে ভাসালেন ভক্তরা।