Advertisement
Advertisement
Ritabhari Chakraborty

ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসার শহরে ঋতাভরী, কেমন কাটছে সময়? দেখুন ছবি

কেমন কাটছে ঋতাভরীর বিদেশ সফর? দেখে নিন।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর এখন দিন কাটছে এক্কেবারে ছুটির মেজাজে।

ভালবাসার মানুষের সঙ্গে ভালবাসার শহরে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই ছবি।

বিদেশের মাটিতে ফুরফুরে মেজাজে হবু স্বামীর সঙ্গে যে হইহই করে ছুটি কাটছে অভিনেত্রীর তাঁর ইনস্টাগ্রামের রঙিন ছবিগুলিই তার সাক্ষ্য।

বিদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বিশেষ পোশাকে সাজছেনও তিনি। ডিজনিল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিশেষভাবে নিজেকে তৈরি করেছেন ঋতাভরী।

সাদা টি-শার্ট, কালো জ্যাকেট মাথায় মিকি মাউসের সেই টুপি। সবমিলিয়ে যেন ঋতাভরী যেন ফিরে গিয়েছেন ছোটবেলায়।

আর সেই সাজেই হবু স্বামী সুমিত অরোরার সঙ্গে আদুরে ছবি ভাগ করে নিয়েছেন ঋতাভরী। কালো ও লাল পোশাকে সেজেছেন দু'জনে

প্যারিসের অলিগলি, ডিজনিল্যান্ডের মতো জায়গায় ঘুরে মনের আনন্দ সোশাল মিডিয়ায় ভাগ করেছেন অভিনেত্রী। তাঁর ছবির পোজই বলে দিচ্ছে তিনি কতটা আনন্দিত।

নীল জলরাশির লেক, একগোছা রঙিন ফুলের ব্যাকগ্রাউন্ড আর তার সামনে দাঁড়িয়ে যেন আরও এক ফুল মিষ্টি ঋতাভরী।

বিদেশের মাটিতে নিজেকে সুস্থ ও চাঙ্গা রাখার প্রক্রিয়া জারি রেখেছেন ঋতাভরী। প্যারিসের নানা জায়গা ঘুরে দেখার পাশাপাশি নিজেকে ভাল রাখার চটজলদি উপায়ও বেছে নিয়েছেন অভিনেত্রী। (ছবি: ঋতাভরীর ইনস্টাগ্রাম)