আজমগড়ের সালারপুর ফুলপুরে গোরক্ষপুর লিংক এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
নতুন এক্সপ্রেসওয়েটির উদ্বোধনের ফলে দেশের মোট অ্যাক্সেস কন্ট্রোলড এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কের ৪২ শতাংশ এখন শুধু উত্তরপ্রদেশেই।
সারা দেশে বর্তমানে ২৯০০ কিলোমিটার অ্যাক্সেস কন্ট্রোলড এক্সপ্রেসওয়ে রয়েছে। যার মধ্যে ১২০০ কিলোমিটারের বেশি শুধু উত্তরপ্রদেশেই অবস্থিত।
গোরক্ষপুর লিংক এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের সপ্তম এক্সপ্রেসওয়ে। এছাড়াও ৩টি নির্মাণাধীন এবং ৮টি প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে রয়েছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ UPDA-এর ফটো গ্যালারি দেখছেন। এরপর নির্মাণ কর্মীদের সাথে ছবি তোলেন।
গোরক্ষপুর লিংক এক্সপ্রেসওয়ের নির্মাণ শুধু ভৌগোলিক বাধাই দূর করেনি, এটি পূর্বাঞ্চলের আর্থ-সামাজিক চিত্রও পালটে দেবে।
মিরাট থেকে প্রয়াগরাজ পর্যন্ত ৫৯৪ কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে, রাজ্যের অংশীদারিত্ব বেড়ে ৬২ শতাংশে পৌঁছাবে।
গোরক্ষপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে নির্মাণে ৭২০০ কোটি টাকা খরচ হয়েছে। যার মধ্যে ৩,০০০ কোটি টাকা নির্মাণে এবং বাকিটা জমি অধিগ্রহণ ও অন্যান্য খাতে ব্যয় হয়েছে।
উত্তরপ্রদেশই একমাত্র রাজ্য যেখানে ২০০০ কিলোমিটারের বেশি এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কের পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
এই এক্সপ্রেসওয়েগুলির মাধ্যমে উত্তরপ্রদেশের পরিবহণ ব্যবস্থা এবং অর্থনৈতিক কাঠামোতে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.