Advertisement
Advertisement
Ritwick Chakraborty

এবার একফ্রেমে ঋত্বিক-বিক্রম, কেমন গল্প বলবে অভিরূপ ঘোষের ‘মৃগয়া’?

টলিউডের পর্দায় এবার নতুন লড়াই।

টলিউডের পর্দায় এবার নতুন লড়াই। একদিকে ঋত্বিক চক্রবর্তী ও আরেকদিকে বিক্রম চট্টোপাধ্যায়। আর দুই অভিনেতার মাঝে পরিচালক অভিরূপ ঘোষ। ছবির নাম 'মৃগয়া'। সম্প্রতি হয়ে গেল এই ছবির শুভ মহরত।

ছবির গল্পে উঠে আসবে ২০২২ সালে কলকাতার সোনাগাছি এলাকার এক পতিতার খুনের ঘটনা। সত্যি ঘটনার অবলম্বনেই তৈরি এই ছবির গল্প।

ছবিতে বিক্রমকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। তাঁর দৃষ্টিভঙ্গি দিয়েই গল্প বলা হবে।

তবে শুধুই বিক্রম নয়, এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকেও। এই দুই চরিত্রের দ্বন্দ্ব গল্পের অন্যতম মূল বিষয়, যাকে কেন্দ্র করে ছবিটি এগোবে।

এছাড়াও এই ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার, সৌরভ দাস ও সুস্মিতা চট্টোপাধ্যায়কে। ছবির চিত্রনাট্য লেখায় হাত মিলিয়েছেন মানিকতলা থানার ওসি দেবাশিস দত্ত।

ছবির সুরকার রানা মজুমদার। গান লিখেছেন গীতিকার নিরুপম দত্ত এবং আইপিএস মুরলিধর শর্মা।