আকাশের চাঁদ যেন মাটিতে নামিয়ে নিয়ে আসলেন সুরে সুরে। সুরেলা কণ্ঠে ব্রায়ান অ্যাডামস জানিয়ে দিলেন 'হিয়ার আই অ্যাম!'
ব্রায়ানের সো হ্যাপি ইট হার্টস ট্যুর ভেন্যু জুড়ে তখন শ্রোতাদের উল্লাস। রক লেজেন্ড ব্রায়ানের সঙ্গে গেয়ে উঠল গোটা কলকাতা। এমনই জাদু তাঁর। এমনই পারফরম্যান্স। যা ভোলার নয়। এ যেন ভালোবাসার দেওয়া নেওয়া।
ব্রায়ানও শহর তিলোত্তমার প্রেমে পড়ে গেলেন। আর তাই তো, মঞ্চ থেকে শ্রোতাদের সোজা প্রশ্ন, প্রতিটি কনসার্টে কলকাতা এমন? শ্রোতাদের হ্যাঁ শুনতেই, ব্রায়ানের প্রতিশ্রুতি আবার ফিরে আসার।
যাঁদের হাত ধরে কলকাতাবাসী এমন ঐতিহাসিক রাত দেখল, সেই দুই উদ্যোক্তা অনসুল চৌহান এবং রাজদীপ চক্রবর্তী এখনও ব্রায়ানের জাদু থেকে বেরতে পারেননি। যে ব্রায়ানের সুরেই স্কুল, কলেজের সময় কেটেছে, সেই রক লেজেন্ড একেবারে চোখের সামনে। যেন হাতের মুঠোয় চাঁদ।
ঠিক এমন অভিজ্ঞতাই জ্যাক ওলিভল গ্রুপের চেয়ারম্যান রীতেশ দাসের। ছোটবেলা থেকে যার গান শুনে বড় হওয়া, সেই প্রিয় গায়ককে সামনে পেয়ে রীতেশ যেন নস্ট্যালজিয়ায় ভেসে গিয়েছিলেন।
গত রবিবার ব্রায়ানের 'সো হ্যাপি ইট হার্টস' ট্যুর কলকাতার ডিসেম্বরের শুরুটাকেই যেন রঙিন করে তুলল। রবিবারের রাত আর 'সামার ৬৯'-এর ছন্দে এখনও যেন কাবু এই শহর।
আর ঠিক তখনই সুরেলা কণ্ঠে ব্রায়ান বললেন, 'এভরিথিং আই ডু, আই ডু ইট ফর ইউ।'
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.