হলদি অনুষ্ঠান সম্পন্ন। এবার বিয়ের পালা। সূত্রের খবর মানলে, আগামী বুধবার অর্থাৎ ১১ ডিসেম্বর বিদেশি প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অনুরাগ কশ্যপের মেয়ে আলিয়া।
অনুরাগ ও তাঁর প্রথম স্ত্রী আরতি বাজাজের মেয়ে আলিয়া। পেশায় ইউটিউবার। ইনস্টাগ্রামে তিন লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। গয়নার ব্যবসাও শুরু করেছেন। ব্র্যান্ডের নাম দিয়েছেন অ্যাথেনা।
বছরের বেশিরভাগ সময় বিদেশেই থাকেন আলিয়া। তাঁর হবু বরের নাম শেন গ্রেগয়। তিনি পেশায় ব্যবসায়ী। তবে আলিয়া ও শেন দুজনই বহেমিয়ান মেজাজের। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন বেড়াতে।
সিনেমার জন্য মেয়েকে সময় দিতে পারেননি, এই আক্ষেপ ছিল অনুরাগের। এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন, মেয়ের সঙ্গে সম্পর্ক ভালো করতে তিনি মনোবিদের সাহায্য নিয়েছিলেন।
তবে এখন আলিয়া ও তাঁর বাবা অনুরাগ কশ্যপের সম্পর্ক বেশ ভালো। বিয়ের নানা অনুষ্ঠানের ছবিও শেয়ার করছেন তিনি। শ্রীদেবীকন্যা খুশি কাপুরও আলিয়ার খুব ভালো বন্ধু।
বিয়ের আগে নভেম্বর মাসে ব্যাচেলর ট্রিপ করেছিলেন আলিয়া। সেখানেও অনুরাগকন্যার সঙ্গী ছিলেন খুশি। দুজনে মিলে বন্ধুদের সঙ্গে চুটিয়ে মজা করেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.