Advertisement
Advertisement
Shweta Tiwari

বুকের মাঝে বই, বিছানায় পোজ শ্বেতার, অভিনেত্রীর রূপে মুগ্ধ নেটপাড়া

শ্বেতার মেয়ের প্রেমেই নাকি পাগল সইফপুত্র ইব্রাহিম।

আধখোলা শার্টের বোতাম। বুকের মাঝে বই। আর নেশাতুর চাহনি। এভাবেই ক্যামেরার সামনে পোজ দিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি।

বয়স তেতাল্লিশ। দুই সন্তানের মা শ্বেতা। তবে অভিনেত্রীর গ্ল্যামারে ভাটা পড়েনি। বরং নতুন করে যেন যৌবনের জোয়ার এসেছে।

২০০১ সালে ছোটপর্দায় শুরু হয়েছিল 'কসৌটি জিন্দেগি কি'। তাতেই প্রেরণার চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন শ্বেতা।

মাত্র ১৮ বছর বয়সে ভোজপুরী অভিনেতা রাজা চৌধুরীকে বিয়ে করেন শ্বেতা। ২০০০ সালে তাঁর মেয়ে পলকের জন্ম হয়। ২০১২ সালের দুজনের বিচ্ছেদ হয়। রাজার বিরুদ্ধে ঘরোয়া হিংসার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী।

রাজার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা অভিনব কোহলিকে বিয়ে করেন শ্বেতা। ২০১৬ সালে তাঁর ছেলে রেয়াংশের জন্ম হয়। কিন্তু অভিনবের সঙ্গেও শ্বেতার সংসার টেকেনি। তাঁর বিরুদ্ধেও হেনস্তার অভিযোগ আনেন শ্বেতা।

ঘরোয়া হিংসা অভিযোগে অভিনবের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিলেন শ্বেতা। অভিনেতাকে গ্রেপ্তারও করা হয়েছিল। পরে জামিনে ছাড়া পান। ২০১৯ সালে শ্বেতা-অভিনবের ডিভোর্স মঞ্জুর হয়।

শ্বেতার মেয়ে পলকও মায়ের মতোই গ্ল্যামার দুনিয়ায় সফর শুরু করেছেন। সিনেমা, ওয়েব সিরিজে অভিনয়ও করেছেন। সইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিমের সঙ্গে পলকের প্রেমের গুঞ্জন শোনা যায়। দুজনকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে। ছবি: ইনস্টাগ্রাম।