Advertisement
Advertisement
Sourav Ganguly Birthday

লন্ডনে জমকালে জমকালো প্রি-বার্থডে সেলিব্রেশন সৌরভের, হাজির সস্ত্রীক শচীন

দেখুন সৌরভের সেলিব্রেশনের ছবি।

নিজের ৫০তম জন্মদিন লন্ডনে পরিবারের সঙ্গে কাটাবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জন্মদিনের আগে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে চলল প্রি-বার্থডে সেলিব্রেশন।

সৌরভের প্রি-বার্থডে সেলিব্রেশনে হাজির ছিলেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু শচীন তেণ্ডুলকর, বিসিসিআই সচিব জয় শাহ এবং বোর্ডের শীর্ষকর্তারা।

বন্ধুর হাফ সেঞ্চুরির আগের সেলিব্রেশনে সস্ত্রীক উপস্থিত ছিলেন শচীন তেণ্ডুলকর। এক ফ্রেমে ধরা দিলেন সৌরভ, শচীন, অঞ্জলি,ডোনা।

আবার দেখা যদি হল সখা... দুই বন্ধুর উল্লাসের মুহূর্ত।

সৌরভের মেয়ে সানা এখন থাকেন লন্ডনে। ব্যস্ততার জন্য তাঁকে খুব একটা সময় দিতে পারেন না বোর্ড সভাপতি। কিন্তু নিজের জন্মদিনে মেয়েকে আদর করে কেক খাওয়ানোর সুযোগ ছাড়লেন না তিনি।