Advertisement
Advertisement
Raj-Subhashree

ইয়ালিনীর প্রথম জন্মদিনে রাজ-শুভশ্রীর অন্দরমহলে…, দেখুন ‘প্রিন্সেস ডায়েরি’

রং মিলামন্তি পোশাক, অন্দরসজ্জা, সুগৃহিণী শুভশ্রী শেয়ার করলেন রাজকন্যের প্রথম জন্মদিনের অ্যালবাম।

ইয়ালিনী চক্রবর্তীর একবছরের জন্মদিন বলে কথা! বাবা-মায়ের তরফে যে মহাআয়োজন হতে চলেছে, তা আগেভাগেই আন্দাজ করা গিয়েছিল। মেয়ের পয়লা জন্মদিনে সেই আয়োজনের কলেবর কেমন? দেখালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

রং মিলান্তি পোশাকে সেজেছিলেন রাজ-শুভশ্রী। দুই সন্তানের পোশাকও পিঙ্ক প্যাস্টেল শেডের। মা-বাবার কোলে বসে মিষ্টি হাসিতেই মন জয় খুদে ইয়ালিনীর। দাদা ইউভান বরাবরেও মতো 'স্মার্ট কিড'।

রবিবাসরীয় বিকেলে রাজকন্যের প্রথম জন্মদিনের অ্যালবাম দেখালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইয়ালিনীর জন্মদিনের জন্য নিজে হাতে ছেলেমেয়ের নতুন জামা কিনে এনেছেন শুভশ্রী।

হাওড়ার ফুলবাজার থেকে নিজে বেছে ফুল কিনে এনেছেন বাড়ি সাজানোর জন্য এবং পুজোর জন্য। অন্দরমহলের সাজসজ্জা এবং তাঁদের সাজপোশাক দেখেই ঠাহর করা গেল যে, গোটা অনুষ্ঠানের 'ক্যাপ্টেন' ছিলেন শুভশ্রী।

শুভশ্রী যে দারুণ সুগৃহিণী, ইয়ালিনীর জন্মদিনের আয়োজনে তা আবারও প্রমাণ করে দিলেন। শাশুড়িকে সঙ্গে নিয়ে মেয়ের মঙ্গলকামনায় পুজোর সমস্ত কাজ নিজে হাতে সেরেছেন অভিনেত্রী।

ইসকন থেকে এসেছিলেন সাধুরা। তাঁদের হাতেই হয় কুলদেবতাদের পুষ্প অভিষেক। ফল, মিষ্টি-সহ ২১ রকমের ব্যঞ্জনের সাজানো ছিল ভোগের থালা। ইসকনের সাধুরাই যজ্ঞ করেন। জন্মদিন বলে আমিষ ভোজ নয়, বরং রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) বাড়িতে পাত পড়ল রকমারি নিরামিষ পদে। (ছবি- ইনস্টাগ্রাম)