Advertisement
Advertisement

Breaking News

Vikram S

মহাশূন্যে পাড়ি ভারতের প্রথম বেসরকারি রকেটের, দেখে নিন উৎক্ষেপণের ছবি

শ্রীহরিকোটা থেকে মহাকাশে যাত্রা করল বিক্রম-এস।

ভারতের প্রথম বেসরকারি রকেট বিক্রম-এস। শুক্রবার ইতিহাস গড়ে এই রকেটের সফল উৎক্ষেপণ সম্পন্ন হল।

স্কাইরুট এরোস্পেস নামে হায়দরাবাদের একটি সংস্থা প্রথমবার বেসরকারি উদ্যোগে রকেট বানিয়েছে। ২০২০ সাল থেকে মহাকাশ সংক্রান্ত কাজে বেসরকারি সংস্থাকে ছাড়পত্র দেয় ভারত সরকার।

ইসরোর সহায়তাতেই তৈরি হয়েছে এই রকেট। বেসরকারি উদ্যোগে রকেট বানানোর এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে 'প্রারম্ভ'।

বিখ্যাত বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের নামে এই রকেটের নামকরণ করা হয়েছে। পরীক্ষামূলক ভাবেই এই রকেট উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে প্রস্তুতকারী সংস্থা।

সফল উৎক্ষপণের পাঁচ মিনিটের মধ্যেই পৃথিবীর কক্ষপথ ছেড়ে বেরিয়ে গিয়েছে বিক্রম রকেটটি। ভারতের মন্ত্রী, সাংসদদের অনেকেই এই মিশনের পরে শুভেচ্ছা জানিয়েছেন।

আগামী দিনে বিক্রম সিরিজের আরও রকেট তৈরি করা হবে বলে জানিয়েছে স্কাইরুট। ব্যবসায়িক উপগ্রহগুলিকে মহাকাশে পাঠানোর জন্যই এই রকেটগুলি ব্যবহার করা হবে।

শ্রীহরিকোটার উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকেই মহাকাশে পাঠানো হল প্রথম বেসরকারি উপগ্রহ। শুরু হল ভারতের মহাকাশ গবেষণার এক নতুন অধ্যায়।